সংবাদ শিরোনাম :
মহিলার সঙ্গে বাঁদরের বাঁদরামি, অতঃপর..

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৬:০৪:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জানুয়ারী ২০১৯ ২০৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ বাঁদরের বাঁদরামিতে প্রাণ গেল এক মহিলার। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক নারী। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের বলরামপুরে। জেলা পুলিশ জানিয়েছে, বাঁদরের আক্রমণে বাড়ির ছাদ থেকে পড়ে যান তারা।
পুলিশ জানিয়েছে, পুত্রবধু রেনুর সঙ্গে বাড়ির ছাদে বসেছিলেন সাবিত্রীদেবী। এ সময় হঠাৎ তাদের ওপর হামলা চালায় একটি বাঁদর। পুলিশের বয়ান অনুযায়ী, বাঁদরের হাত থেকে নিজেদের বাঁচানোর চেষ্টা করলে ছাদ থেকে পড়ে যান তারা।
এতে ঘটনাস্থলেই সাবিত্রীদেবীর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় তার পুত্রবধু রেনুকে। সূত্র: এনডিটিভি।