বাপদাদার পৈতৃক জমি ফেরত পেতে মুলাদির বৃদ্ধ আঃ সত্তার জাতীয় প্রেসক্লাবের সামনে দাঁড়িয়ে!

- আপডেট সময় : ০৬:৫০:৩১ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২০ ১১৭ বার পড়া হয়েছে

হাফিজুর রহমান শফিকঃ বরিশাল জেলার মুলাদি উপজেলার বাঠা মারা ইউনিয়নের বাগমারা গ্রামের বাসিন্দা বৃদ্ধ আঃ সত্তার তার দখলকৃত বাপদাদার পৈতৃক জমি ফেরত পেতে বিচারের আশায় ঘুরছে রাজধানীর সচিবালয় ও প্রেসক্লাব চত্তরে।
বৃদ্ধ আঃ সত্তারের দাবী তার এলাকা সেকান্দর হাওলাদার, ফজলু হাওলাদার, কালাম হাওলাদার, রাজা আলী হাওলাদার, মহসিন হাওলাদার, নিজাম হাওলাদার মিলে বিভিন্ন অনিয়ম ও কৌশলে তার বাপদাদার পৈতৃক জমি দখল করে নিজেদের নামে রেকর্ড করে নিয়ে ভোগদখল করে আসছে অথচ সে তার এক ছেলে সন্তান সহ দিনমজুরের কাজ করে চলছে অনাহারে। বৃদ্ধ আঃ সত্তার বলেন তার পৈতৃক জমি ফেরত পেতে তিনি বরিশাল আদালতে মামলা করেন কিন্তু তাকে জোর করে ভয়ভীতি দেখিয়ে সেই মামলা তুলতে বাধ্য করেন আসামিগণ। এছাড়াও তিনি তার জমিজমা ফেরত পেতে একবার সেনাবাহিনীর নিকটেও অভিযোগ করেন পরে সেনাবাহিনীর থেকে এলাকার তহশিল অফিসে নোটিশ দেওয়া হয় তহশিলদার সকলকে দলিলপত্র নিয়ে আসার জন্য বলে কিন্তু তারা টাকাপয়সা দিয়ে এই প্রক্রিয়া বন্ধ করে দেয় বলে জানান বৃদ্ধ আঃ সত্তার। তিনি বলেন, আমার কেউ নেই টাকা পয়সা নেই তাই কেউ আমার পাশে দাড়ায় না। তাই তিনি মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি পেতে প্রতিদিন প্রেসক্লাবের সামনে বিচারের দাবি নিয়ে অনশন করেন।
বৃদ্ধ সত্তার বলেন আপনাদের মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রীর মা হাসিনার কাছে আমার পৈতৃক সম্পদ ফেরত পেতে সাহায্য চাই। নিশ্চয়ই মানব দরদী প্রধানমন্ত্রী আমার মা হাসিনা আমার মতো দিনমজুর কে সাহায্য করবেন। প্রধানমন্ত্রী সহ সকল সাংবাদিকদের সাহায্য চেয়ে কেঁদে কেঁদে লুটে পরেন মুলদির বয়োবৃদ্ধ আঃ সত্তার।