‘আর মাত্র ১০ দিন, দেখেন কী হয়’
- আপডেট সময় : ০৬:২৬:০৯ অপরাহ্ন, শনিবার, ২৭ অক্টোবর ২০১৮ ১৮৩ বার পড়া হয়েছে
আগামী ১০ দিনের মধ্যে দেশের পরিস্থিতি পরিবর্তন হবে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।
এই সময়ের মধ্যে দেশের সব বুদ্ধিজীবী জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দেবেন। বামপন্থী, আওয়ামীপন্থীসহ সব বুদ্ধিজীবী ঐক্যফ্রন্টে যাবেন এবং ঐক্যফ্রন্টের বিজয় সুনিশ্চিত বলেও তিনি মন্তব্য করেন।
শনিবার বিকালে চট্টগ্রাম নগরীর নাসিমন ভবনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে ঐক্যফ্রন্টের সমাবেশে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, শুধু ১০ দিন অপেক্ষা করেন, দেখেন কী হয়।
প্রধানমন্ত্রীর কথা ও কাজে মিল নেই অভিযোগ করে ভবিষ্যতে ক্ষমতায় এলে বিএনপি নেতাদের আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানান জাতীয় ঐক্যফ্রন্টের এ নেতা।
জাতীয় ঐক্যফ্রন্ট চট্টগ্রামের অন্যতম সমন্বয়ক নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাৎ হেসেনের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামী আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান, আবদুল্লাহ আল নোমানসহ বিএনপির কেন্দ্রীয় নেতারা।
এর আগে দুপুরে সমাবেশ শুরু হলেও সকাল থেকেই সমাবেশস্থল নুর আহমেদ সড়কে আসতে থাকেন বিএনপি নেতাকর্মীরা।