ফিরোজপ্লাবনের নতুন গান “শেখহাসিনার পাশে থাকবো”
![](https://sokalersongbad.com/wp-content/themes/newspaper-pro/assets/images/reporter.jpg)
- আপডেট সময় : ১০:৫০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০১৯ ১৩৮ বার পড়া হয়েছে
![](https://sokalersongbad.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
বিনোদন রিপোর্টঃ উন্নয়নের রোল মডেল ও দুর্নীতিমুক্ত বাংলাদেশের রুপকার বঙ্গকণ্যা শেখহাসিনাকে নিয়ে আবারো গাইলেন সঙ্গীত শিল্পী ও সঙ্গীত পরিচালক ফিরোজ প্লাবন।
শেখহাসিনার পাশে থাকবো শিরোনামের চমৎকার গানটির কথা, সুর ও সঙ্গীত করেছেন শিল্পী নিজেই।
মঙ্গলবার রাতে বাজনা মাল্টিমিডিয়ার নিজস্ব ইউটিউবে গানটি প্রকাশিত হয়।
গানটির প্রসঙ্গে জানতে চাইলে সঙ্গীতশিল্পী ফিরোজপ্লাবন বলেন,বঙ্গবন্ধু ও উন্নয়নের রোল মডেল বঙ্গকণ্যা শেখ হাসিনাকে নিয়ে প্রায় শতাধিক গান এযাবতকাল পর্যন্ত করেছি ,কিন্তু সাম্প্রতিক কালে জননেত্রীর দুর্নীতি মুক্ত জিরো টলারেন্স ঘোষণা ও বাস্তবায়নের রুপরেখা বিশেষ ভাবে আমাকে অনুপ্রাণিত করেছে।তাই আবারো নেত্রীকে ভালোবেসে শেখ হাসিনার পাশে থাকবো শিরোনামের চমৎকার এই গানটি করলাম। গানটিতে বাঙালি জাতির সকল স্বপ্ন পূরণে নেত্রীর ভুমিকা ও সকল ধরনের উন্নয়ন তুলে ধরা হয়েছে।এছাড়া গানটিতে জঙ্গি, মাদক ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশের বর্তমান চিত্র তুলে ধরা হয়েছে।আশা করছি গানটি সকল স্তরের মানুষের প্রশংসা কুড়াবে।