চিকিৎসার প্রয়োজনে বৈধ হলো গাঁজা
- আপডেট সময় : ০২:১০:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৬ ডিসেম্বর ২০১৮ ১৮০ বার পড়া হয়েছে
এবার চিকিৎসার প্রয়োজনে গাঁজা ব্যবহারের অনুমোদন দিয়েছে থাইল্যান্ড সরকার৷ তবে গাঁজা সেখানে আপাতত গবেষণায় এবং ঔষধ বানানোর ক্ষেত্রে ব্যবহার হবে বলে জানা গেছে। তবে ভবিষ্যতে গাঁজা উৎপাদন ও বাজারজাতকরণের বিষয়টি ভবিষ্যতে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন থাইল্যান্ডের উপ-প্রধানমন্ত্রী।
গতকাল মঙ্গলবার থাইল্যান্ডের সংসদে ১৯৭৯ সালের মাদক নিয়ন্ত্রণ আইন সংশোধনের মাধ্যমে এ বিষয়ে একটি বিল পাশ হয়েছে।
দক্ষিণপূর্ব এশিয়ার প্রথম দেশ হিসেবে থাইল্যান্ড মেডিকেল চিকিৎসার প্রয়োজনে গাঁজা বৈধ করল।
দক্ষিণপূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডে ১৯৩০ সাল পর্যন্ত শারীরিক ব্যথা ও ক্লান্তি দূর করার জন্য গাঁজা সেবন করা ছিল একটি প্রচলিত রীতি৷ পরে ১৯৩৫ সালে গাঁজা সেবন, পরিবহন কিংবা বাজারজাতকরণ বিষয়ে আইনি নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল৷
থাইল্যান্ডের উপ-প্রধানমন্ত্রী প্রজিন জুন্টং সাংবাদিকদের বলেন, জাতীয় আইন পরিষদের পক্ষ থেকে এটি থাইল্যান্ড সরকার ও তার জনগণের জন্য নববর্ষের উপহার। আগামী বছর আইনটি বাস্তবায়নের পর গাঁজা উৎপাদন ও বাজারজাতকরণ বিষয়ে চিন্তাভাবনা করবে সরকার৷