বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মনোনীত হলেন আমিরুল ইসলাম কাগজি
- আপডেট সময় : ১২:৪০:১৮ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে

সকালের সংবাদ, ঢাকা: জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন সিনিয়র সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডিরেক্টর আমিরুল ইসলাম কাগজি।
ফাউন্ডেশন সূত্র জানায়, দীর্ঘদিনের সাংবাদিকতা অভিজ্ঞতা, সমসাময়িক রাজনীতি সম্পর্কে গভীর বিশ্লেষণী দৃষ্টিভঙ্গি এবং সংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকার কারণে তাঁকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে মনোনয়ন দেওয়া হয়েছে। নির্বাচনকালীন পরিকল্পনা প্রণয়ন, কৌশলগত পরামর্শ এবং দলীয় কার্যক্রমের সমন্বয়ে তিনি ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।
আমিরুল ইসলাম কাগজি জাতীয় রাজনীতির বিভিন্ন ইস্যুতে নিরপেক্ষ ও বিশ্লেষণধর্মী মতামতের জন্য পরিচিত। পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও রাজনৈতিক দর্শন প্রচারে জিয়াউর রহমান ফাউন্ডেশনের কার্যক্রমে তিনি নিয়মিতভাবে যুক্ত রয়েছেন।
দলীয় ও সংশ্লিষ্ট মহল মনে করছে, তাঁর অভিজ্ঞতা ও প্রজ্ঞা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচন পরিচালনা ও সাংগঠনিক প্রস্তুতিকে আরও শক্তিশালী করবে।












