ঢাকা ০৮:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo শাবিপ্রবির শ্রীকৃষ্ণচৈতন্য শিক্ষা ও সংস্কৃতি সংঘের সভাপতি রনি, সম্পাদক দীপ্ত   Logo শাবিপ্রবির শাহপরান ও মুজতবা আলী হলে ৬ সহকারী প্রভোস্ট নিয়োগ Logo কুবির শেখ হাসিনা হলের নতুন প্রভোস্ট অধ্যাপক ড. মেহের নিগার Logo শাবিপ্রবিতে সুষ্ঠভাবে গুচ্ছভুক্ত ‘খ’ ইউনিট ভর্তি পরীক্ষা সম্পন্ন Logo গুচ্ছ খ-ইউনিট ভর্তি পরীক্ষায় শিক্ষা উপকরণ ও সুপেয় পানি দিয়ে শাবি ছাত্রলীগের সহযোগিতা Logo মনোরম প্রাকৃতিক পরিবেশে প্রতিষ্ঠিত মেট্রোপলিটন ইউনিভার্সিটি হবে সত্যিকারের গ্রীন ক্যাম্পাসঃ ভিসি মোহাম্মদ জহিরুল হক Logo প্রতারণাচক্র থেকে সাবধান থাকতে আহবান জানিয়েছেন শাবি উপাচার্য Logo শিক্ষক-শিক্ষার্থীদের উদ্বোধনী কাজে সর্বদা সাপোর্ট থাকবে; শাবি উপাচার্য Logo জবি শিক্ষককে হেনস্থা, গুরু পাপে লঘু দণ্ড Logo কুবিতে ত্রিমুখী সংঘর্ষ, মারধরের পাল্টাপাল্টি অভিযোগ




মাত্র ২ লক্ষ টাকার যোগান হলে আরও কিছুদিন সুন্দর পৃথিবীতে বাঁচবে দুলুফা!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৭:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১ ২১০ বার পড়া হয়েছে

সকালের সংবাদ: জামালপুরের সরিষাবাড়ি উপজেলার পোগলদিঘা গ্রামের মোঃ দুদু মিয়ার বড় মেয়ে দুলুফা আক্তার দীর্ঘদিন pain in the left hip joint(উভয় পায়ের হিব জয়েন্টে ব্যাথা) নামক রোগে ভুগছেন।

অসুস্থ দুলুফা পোগলদিঘা গ্রামের হতদরিদ্র পরিবার মোঃ দুদু মিয়ার সংসারের তিন বোন ও এক ভাইয়ের মধ্যে সবার বড়। অস্বচ্ছল পরিবারের আয়ের একমাত্র যোগানদাতা মোঃ দুদু মিয়া খুব কষ্টে সংসারের খরচ চালাচ্ছেন। আয়ের উৎস হিসেবে তিনি দীর্ঘদিন ধরে বিক্রি করেন সিঙ্গারা এবং জিলাপি। সারাদিন বিক্রি করে যা পান তা দিয়ে চালাতে হয় তার সংসারের খরচ। করোনার কারনে সব কিছু বন্ধ থাকায় রীতিমতো হিমশিম খাচ্ছে সংসার চালাতে। এ অবস্থায় দুঃখের যেন কোন কমতি নেই তার অভাবের সংসারে।

বড় মেয়ে দুলুফার বিয়ে দেন পার্শ্ববতী গুয়াখড়া গ্রামের পেশায় কাঠ মিস্ত্রি আল মামুনের সাথে। বিয়ের কয়েক বছর পরে ২ সন্তানের মা হন দুলুফা আক্তার। হঠাৎ করে পায়ের হিব জয়েন্ট ব্যাথা রোগে আক্রান্ত হন। নানা চিকিৎসার মাধ্যমে কেটে যায় তার জীবনের ছয়টি বছর। এক বৎসর যাবত পড়ে আছেন বিছানায়। এদিকে অভাবের সংসারে তার চিকিৎসার খরচ যোগাতে হিমশিম খাচ্ছে তার পরিবার। সব কিছু বিক্রি করে তিন লক্ষ টাকা খরচ করে বাম পায়ের অপারেশন করান অধ্যাপক ডাঃ মোঃ আব্দুর রবের কাছে গত মে মাসে রাজধানীর ধানমন্ডি -৩২, কলাবাগান রোডে অবস্থিত মেডি এইড হাসপাতাল। এখন ডান পায়ের অপারেশনের জন্য প্রয়োজন আরো দু’ লক্ষ ষাট হাজার টাকার।

বর্তমানে বাড়ী জুড়ে সম্বল তাঁর বাবার ভিটেমাটি।
দু সন্তানের মা দুলুফার আকুতি, “আমি বাঁচতে চাই! দেশবাসীর কাছে সাহায্যের আবেদন আমার।আল্লাহর উপর ভরসা রেখে সাহায্যের জন্য আকুতি করছি।আপনাদের পবিত্র দান,সাহায্য বাঁচাবে আমার প্রাণ।আমি সুস্থ না হলে আমার বাবা-মা’ও মারা যাবেন।ভেঙে যাবে আমার সব স্বপ্ন।দয়া করে আমাকে বাঁচাতে সাহায্যের হাত বাড়িয়ে দিন,আমাকে বাঁচাতে এগিয়ে আসুন।আমি সুস্থ হয়ে স্বপ্ন পূরণ করতে চাই।মানুষের মাঝে থাকতে চাই।”

আপনাদের সকলের সাহায্য ফিরিয়ে দেবে দুলুফার প্রাণ, বাঁচিয়ে রাখবে একটি পরিবারকে।
আপনার সাহায্য বা কথা বলার প্রয়োজনে দয়াকরে মোবাইল নাম্বারে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত হতে পারবেন।

সাহায্যের জন্য যোগাযোগঃ 01 954134399)(বিকাশ পার্সোনাল)

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :




মাত্র ২ লক্ষ টাকার যোগান হলে আরও কিছুদিন সুন্দর পৃথিবীতে বাঁচবে দুলুফা!

আপডেট সময় : ১১:৩৭:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১

সকালের সংবাদ: জামালপুরের সরিষাবাড়ি উপজেলার পোগলদিঘা গ্রামের মোঃ দুদু মিয়ার বড় মেয়ে দুলুফা আক্তার দীর্ঘদিন pain in the left hip joint(উভয় পায়ের হিব জয়েন্টে ব্যাথা) নামক রোগে ভুগছেন।

অসুস্থ দুলুফা পোগলদিঘা গ্রামের হতদরিদ্র পরিবার মোঃ দুদু মিয়ার সংসারের তিন বোন ও এক ভাইয়ের মধ্যে সবার বড়। অস্বচ্ছল পরিবারের আয়ের একমাত্র যোগানদাতা মোঃ দুদু মিয়া খুব কষ্টে সংসারের খরচ চালাচ্ছেন। আয়ের উৎস হিসেবে তিনি দীর্ঘদিন ধরে বিক্রি করেন সিঙ্গারা এবং জিলাপি। সারাদিন বিক্রি করে যা পান তা দিয়ে চালাতে হয় তার সংসারের খরচ। করোনার কারনে সব কিছু বন্ধ থাকায় রীতিমতো হিমশিম খাচ্ছে সংসার চালাতে। এ অবস্থায় দুঃখের যেন কোন কমতি নেই তার অভাবের সংসারে।

বড় মেয়ে দুলুফার বিয়ে দেন পার্শ্ববতী গুয়াখড়া গ্রামের পেশায় কাঠ মিস্ত্রি আল মামুনের সাথে। বিয়ের কয়েক বছর পরে ২ সন্তানের মা হন দুলুফা আক্তার। হঠাৎ করে পায়ের হিব জয়েন্ট ব্যাথা রোগে আক্রান্ত হন। নানা চিকিৎসার মাধ্যমে কেটে যায় তার জীবনের ছয়টি বছর। এক বৎসর যাবত পড়ে আছেন বিছানায়। এদিকে অভাবের সংসারে তার চিকিৎসার খরচ যোগাতে হিমশিম খাচ্ছে তার পরিবার। সব কিছু বিক্রি করে তিন লক্ষ টাকা খরচ করে বাম পায়ের অপারেশন করান অধ্যাপক ডাঃ মোঃ আব্দুর রবের কাছে গত মে মাসে রাজধানীর ধানমন্ডি -৩২, কলাবাগান রোডে অবস্থিত মেডি এইড হাসপাতাল। এখন ডান পায়ের অপারেশনের জন্য প্রয়োজন আরো দু’ লক্ষ ষাট হাজার টাকার।

বর্তমানে বাড়ী জুড়ে সম্বল তাঁর বাবার ভিটেমাটি।
দু সন্তানের মা দুলুফার আকুতি, “আমি বাঁচতে চাই! দেশবাসীর কাছে সাহায্যের আবেদন আমার।আল্লাহর উপর ভরসা রেখে সাহায্যের জন্য আকুতি করছি।আপনাদের পবিত্র দান,সাহায্য বাঁচাবে আমার প্রাণ।আমি সুস্থ না হলে আমার বাবা-মা’ও মারা যাবেন।ভেঙে যাবে আমার সব স্বপ্ন।দয়া করে আমাকে বাঁচাতে সাহায্যের হাত বাড়িয়ে দিন,আমাকে বাঁচাতে এগিয়ে আসুন।আমি সুস্থ হয়ে স্বপ্ন পূরণ করতে চাই।মানুষের মাঝে থাকতে চাই।”

আপনাদের সকলের সাহায্য ফিরিয়ে দেবে দুলুফার প্রাণ, বাঁচিয়ে রাখবে একটি পরিবারকে।
আপনার সাহায্য বা কথা বলার প্রয়োজনে দয়াকরে মোবাইল নাম্বারে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত হতে পারবেন।

সাহায্যের জন্য যোগাযোগঃ 01 954134399)(বিকাশ পার্সোনাল)