ঢাকা ০৭:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুবিতে ত্রিমুখী সংঘর্ষ, মারধরের পাল্টাপাল্টি অভিযোগ Logo মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করা আমাদের অঙ্গীকারঃ ড. তৌফিক রহমান চৌধুরী  Logo মেট্রোপলিটন ইউনিভার্সিটির নতুন বাসের উদ্বোধন Logo মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের ভূমিকা অগ্রগণ্য: ভিসি প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক Logo মঙ্গল শোভাযাত্রা – তাসফিয়া ফারহানা ঐশী Logo সাস্টিয়ান ব্রাহ্মণবাড়িয়া এর ইফতার মাহফিল সম্পন্ন Logo কুবির চট্টগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশনের ইফতার ও পূর্নমিলনী Logo অধ্যাপক জহীর উদ্দিন আহমেদের মায়ের মৃত্যুতে শাবির মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্ত চিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ পরিষদের শোক প্রকাশ Logo শাবির অধ্যাপক জহীর উদ্দিনের মায়ের মৃত্যুতে উপাচার্যের শোক প্রকাশ Logo বিশ কোটিতে গণপূর্তের প্রধান হওয়ার মিশনে ‘ছাত্রদল ক্যাডার প্রকৌশলী’!




কবি মাহফুজা অনন্যার আলোচিত কবিতাগ্রন্থ “আশি দোররা চুম্বন”

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৫:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১ ১২৫ বার পড়া হয়েছে

সকালের সংবাদ ডেস্ক: এবারের বইমেলায় আলোচিত ও সকলের নিকট সমাদৃত ভালোবাসার কবিতার অন্যন্য প্রকাশ “আশি দোররা চুম্বন”। তরুণ প্রজন্মের অনুপ্রেরণার উৎস কবি মাহফুজা অনন্যার “আশি দোররা চুম্বন” বইটি বইমেলায় পাওয়া যাচ্ছে প্রতিভা প্রকাশ স্টলে ১৩১-১৩২-১৩৩

এ বছর অর্থাৎ ২০২১ বইমেলায় কবি মাহফুজা অনন্যার নতুন একটি বই “আশি দোররা চুম্বন” প্রকাশিত হয়েছে ‘প্রতিভা প্রকাশ’ থেকে। বইটিতে মোট ৬৪ টি কবিতা আছে। কবিতায় উঠে এসেছে করোনাকালীন সংকট, বিপন্ন জীবন-জীবিকা, প্রেম-ভালোবাসা, অর্থনাশ-অর্থসংকট, স্বাস্থ্যখাত এবং অন্যান্য। কিছু অসাধারণ প্রেমের কবিতাও রয়েছে যা পাঠককে সমৃদ্ধ করবে এবং বিপুল আনন্দ দেবে। ২০২১ বইমেলায় কবি মাহফুজা অনন্যার “আশি দোররা ” বইটিও ব্যাপক পাঠকনন্দিত হবে বলে আশা করছি। “আশি দোররা চুম্বন” বইটি ২৫% কমিশনে মূল্য ১২০ টাকা মাত্র।

 

উল্লেখ্য, সময়ের আলোচিত কবি মাহফুজা অনন্যার প্রকাশিত কাব্যগ্রন্থ ৪টি। প্রথম কবিতার বই “সোনালি অসুখ”- ২০১৯ বইমেলায় প্রকাশিত হয় একাত্তর প্রকাশনী থেকে। বইটিতে স্থান পেয়েছে মিষ্টি প্রেমের বেশকিছু কবিতা। এছাড়া ২০১৯ এ বেহুলাবাংলা থেকে প্রকাশিত হয় আরও একটি কবিতার বই “কামার্ত নগরের কামিজ”। “কামার্ত নগরের কামিজ” বইটি বেশ পাঠকপ্রিয়তা পায়। বইটিতে ৭২টি কবিতা আছে বিভিন্ন বিষয়ের উপর। সমসাময়িক, দেশভাবনা ও নাগরিক জীবনের প্রেম ও সংকট নিয়ে লেখা “কামার্ত নগরের কামিজ” বইটি পাঠক হৃদয়ে ব্যাপক সাড়া ফেলে। অসংখ্য পাঠক ও কবিতা বোদ্ধাদের ভালোবাসায় ঋদ্ধ মাহফুজা অনন্যার আরও একটি বই “এবং নাভির কান্না” প্রকাশিত হয় ২০২০ বইমেলা। বইটি সে বছর বেহুলাবাংলা প্রকাশনের বেস্টসেলার তালিকায় ছিল।

 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :




কবি মাহফুজা অনন্যার আলোচিত কবিতাগ্রন্থ “আশি দোররা চুম্বন”

আপডেট সময় : ১১:৫৫:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১

সকালের সংবাদ ডেস্ক: এবারের বইমেলায় আলোচিত ও সকলের নিকট সমাদৃত ভালোবাসার কবিতার অন্যন্য প্রকাশ “আশি দোররা চুম্বন”। তরুণ প্রজন্মের অনুপ্রেরণার উৎস কবি মাহফুজা অনন্যার “আশি দোররা চুম্বন” বইটি বইমেলায় পাওয়া যাচ্ছে প্রতিভা প্রকাশ স্টলে ১৩১-১৩২-১৩৩

এ বছর অর্থাৎ ২০২১ বইমেলায় কবি মাহফুজা অনন্যার নতুন একটি বই “আশি দোররা চুম্বন” প্রকাশিত হয়েছে ‘প্রতিভা প্রকাশ’ থেকে। বইটিতে মোট ৬৪ টি কবিতা আছে। কবিতায় উঠে এসেছে করোনাকালীন সংকট, বিপন্ন জীবন-জীবিকা, প্রেম-ভালোবাসা, অর্থনাশ-অর্থসংকট, স্বাস্থ্যখাত এবং অন্যান্য। কিছু অসাধারণ প্রেমের কবিতাও রয়েছে যা পাঠককে সমৃদ্ধ করবে এবং বিপুল আনন্দ দেবে। ২০২১ বইমেলায় কবি মাহফুজা অনন্যার “আশি দোররা ” বইটিও ব্যাপক পাঠকনন্দিত হবে বলে আশা করছি। “আশি দোররা চুম্বন” বইটি ২৫% কমিশনে মূল্য ১২০ টাকা মাত্র।

 

উল্লেখ্য, সময়ের আলোচিত কবি মাহফুজা অনন্যার প্রকাশিত কাব্যগ্রন্থ ৪টি। প্রথম কবিতার বই “সোনালি অসুখ”- ২০১৯ বইমেলায় প্রকাশিত হয় একাত্তর প্রকাশনী থেকে। বইটিতে স্থান পেয়েছে মিষ্টি প্রেমের বেশকিছু কবিতা। এছাড়া ২০১৯ এ বেহুলাবাংলা থেকে প্রকাশিত হয় আরও একটি কবিতার বই “কামার্ত নগরের কামিজ”। “কামার্ত নগরের কামিজ” বইটি বেশ পাঠকপ্রিয়তা পায়। বইটিতে ৭২টি কবিতা আছে বিভিন্ন বিষয়ের উপর। সমসাময়িক, দেশভাবনা ও নাগরিক জীবনের প্রেম ও সংকট নিয়ে লেখা “কামার্ত নগরের কামিজ” বইটি পাঠক হৃদয়ে ব্যাপক সাড়া ফেলে। অসংখ্য পাঠক ও কবিতা বোদ্ধাদের ভালোবাসায় ঋদ্ধ মাহফুজা অনন্যার আরও একটি বই “এবং নাভির কান্না” প্রকাশিত হয় ২০২০ বইমেলা। বইটি সে বছর বেহুলাবাংলা প্রকাশনের বেস্টসেলার তালিকায় ছিল।