ঢাকা ০১:৫১ অপরাহ্ন, রবিবার, ০৩ নভেম্বর ২০২৪, ১৯ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চবি’ প্রাক্তন অর্থনীতি ছাত্র সমিতি কুয়েসা’র সভাপতি আব্দুল্লাহ সম্পাদক আগা আজিজ  Logo স্বৈরাচার সরকারের দোসর বিসিক কর্মকর্তা সরোয়ার: দুর্নীতিতে গড়েছেন অবৈধ সম্পদের পাহাড় Logo শেখ হাসিনার প্রেতাত্মা মোজাম্মেলকে ফায়ার সার্ভিসে বহাল রাখতে মরিয়া সিন্ডিকেট Logo Logo স্বৈরাচার সরকারের দোসর সিন্ডিকেট ফায়ার সার্ভিসে বহাল তবিয়তে Logo উত্তরার আতংক ছোটন পুলিশের খাঁচায় Logo বিশ্ব কন্যা শিশু দিবসে নেলসন ম্যান্ডেলা পিস এ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক এম শিমুল খান Logo জাতীয় সংসদে অঘোষিত প্রধানমন্ত্রী ইলিয়াস: দেশ-বিদেশের সম্পদের পাহাড়! Logo স্বৈরাচারের দোসরদের থাবায় পৈত্রিক সম্পদ হতে বিতারিত ওয়ার্ড কাউন্সিলর মোতাহার হোসেন Logo জিয়া সাইবার ফোর্স ঢাকা মহানগর উত্তর’ আহব্বায়ক কমিটি গঠন




শূন রানে দলের সবাই আউট !

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৩:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০১৯ ১১৭ বার পড়া হয়েছে

খেলা ডেস্ক;
ভারতের অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দেখাল অবিশ্বাস্য এক দৃশ্য। একটি দলের ১০ ব্যাটারই আউট হয়েছেন শূন্য রানে। তারা সবাই আউটও হয়েছেন একই ঢঙে, বোল্ড! এমন মজার কিছু দেখা গেল অনূর্ধ্ব-১৯ আন্তজেলা ক্রিকেটে।

ভারতের নারী ক্রিকেটে পিছিয়ে থাকা অনেক অঞ্চলই এখন যোগ দিচ্ছে। ফলে নারী ক্রিকেটের আঞ্চলিক পর্যায়ে এর আগেও বেশ মজার কিছু দৃশ্য দেখা গেছে। দুই অঙ্ক ছোঁয়ার আগে দলের অলআউট হয়ে যাওয়া বা অবিশ্বাস্য ব্যবধানের জয় গত মৌসুমেও দেখা গেছে। তবে কাসারাগদ ও ভায়ানাদের মধ্যে যা হলো, সেটা ব্যাখ্যা দেওয়া কঠিন।

বুধবার ১৫ মে মালাপ্পুরুম জেলার পেরিন্থালামান্না স্টেডিয়ামে খেলতে নেমেছিল দুই দল। টসে জিতে ব্যাটিং বেছে নিয়েছিলেন কাসারাগদ অধিনায়ক এস আকশাথা। তখন তো ভুলেও ভাবেননি এমন কিছু হতে যাচ্ছে। দুই ওপেনার কে ভিকশিথা ও এস চৈত্র প্রথম দুই ওভারে কোনো রান নিতে না পারলেও অন্তত টিকে ছিলেন। তৃতীয় ওভারেই সব বাঁধ ভেঙে পড়ল। প্রতিপক্ষ অধিনায়ক নিথিয়া লর্ধ বল হাতে নিলেন। ওই ওভারেই ফেলে দিলেন তিন উইকেট।

এরপর আর পেরে ওঠেনি কাসারাগদ। একে একে ১০ ব্যাটারই শূন্য হাতে ফিরেছেন। সবার স্টাম্পই উড়িয়েছেন ভায়ানাদ বোলাররা। ক্রিকেটে বেশ অবিশ্বাস্য এক ঘটনা এটি। এমন কিছুর পরও কাসারাগদের স্কোরকার্ডে ৪ রান ছিল, সবই ভায়ানাদ বোলারদের উপহার। সে রান তাড়া করতে মাত্র এক ওভারই লেগেছে দলটির ওপেনারদের। ১০ উইকেটে ম্যাচ জিতেছে ভায়ানাদ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :




শূন রানে দলের সবাই আউট !

আপডেট সময় : ০৮:৪৩:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০১৯

খেলা ডেস্ক;
ভারতের অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দেখাল অবিশ্বাস্য এক দৃশ্য। একটি দলের ১০ ব্যাটারই আউট হয়েছেন শূন্য রানে। তারা সবাই আউটও হয়েছেন একই ঢঙে, বোল্ড! এমন মজার কিছু দেখা গেল অনূর্ধ্ব-১৯ আন্তজেলা ক্রিকেটে।

ভারতের নারী ক্রিকেটে পিছিয়ে থাকা অনেক অঞ্চলই এখন যোগ দিচ্ছে। ফলে নারী ক্রিকেটের আঞ্চলিক পর্যায়ে এর আগেও বেশ মজার কিছু দৃশ্য দেখা গেছে। দুই অঙ্ক ছোঁয়ার আগে দলের অলআউট হয়ে যাওয়া বা অবিশ্বাস্য ব্যবধানের জয় গত মৌসুমেও দেখা গেছে। তবে কাসারাগদ ও ভায়ানাদের মধ্যে যা হলো, সেটা ব্যাখ্যা দেওয়া কঠিন।

বুধবার ১৫ মে মালাপ্পুরুম জেলার পেরিন্থালামান্না স্টেডিয়ামে খেলতে নেমেছিল দুই দল। টসে জিতে ব্যাটিং বেছে নিয়েছিলেন কাসারাগদ অধিনায়ক এস আকশাথা। তখন তো ভুলেও ভাবেননি এমন কিছু হতে যাচ্ছে। দুই ওপেনার কে ভিকশিথা ও এস চৈত্র প্রথম দুই ওভারে কোনো রান নিতে না পারলেও অন্তত টিকে ছিলেন। তৃতীয় ওভারেই সব বাঁধ ভেঙে পড়ল। প্রতিপক্ষ অধিনায়ক নিথিয়া লর্ধ বল হাতে নিলেন। ওই ওভারেই ফেলে দিলেন তিন উইকেট।

এরপর আর পেরে ওঠেনি কাসারাগদ। একে একে ১০ ব্যাটারই শূন্য হাতে ফিরেছেন। সবার স্টাম্পই উড়িয়েছেন ভায়ানাদ বোলাররা। ক্রিকেটে বেশ অবিশ্বাস্য এক ঘটনা এটি। এমন কিছুর পরও কাসারাগদের স্কোরকার্ডে ৪ রান ছিল, সবই ভায়ানাদ বোলারদের উপহার। সে রান তাড়া করতে মাত্র এক ওভারই লেগেছে দলটির ওপেনারদের। ১০ উইকেটে ম্যাচ জিতেছে ভায়ানাদ।