ঢাকা ১১:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ০৩ নভেম্বর ২০২৪, ১৯ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চবি’ প্রাক্তন অর্থনীতি ছাত্র সমিতি কুয়েসা’র সভাপতি আব্দুল্লাহ সম্পাদক আগা আজিজ  Logo স্বৈরাচার সরকারের দোসর বিসিক কর্মকর্তা সরোয়ার: দুর্নীতিতে গড়েছেন অবৈধ সম্পদের পাহাড় Logo শেখ হাসিনার প্রেতাত্মা মোজাম্মেলকে ফায়ার সার্ভিসে বহাল রাখতে মরিয়া সিন্ডিকেট Logo Logo স্বৈরাচার সরকারের দোসর সিন্ডিকেট ফায়ার সার্ভিসে বহাল তবিয়তে Logo উত্তরার আতংক ছোটন পুলিশের খাঁচায় Logo বিশ্ব কন্যা শিশু দিবসে নেলসন ম্যান্ডেলা পিস এ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক এম শিমুল খান Logo জাতীয় সংসদে অঘোষিত প্রধানমন্ত্রী ইলিয়াস: দেশ-বিদেশের সম্পদের পাহাড়! Logo স্বৈরাচারের দোসরদের থাবায় পৈত্রিক সম্পদ হতে বিতারিত ওয়ার্ড কাউন্সিলর মোতাহার হোসেন Logo জিয়া সাইবার ফোর্স ঢাকা মহানগর উত্তর’ আহব্বায়ক কমিটি গঠন




৫৭ ধারার মামলায় গ্রেপ্তার ইমতিয়াজ মাহমুদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০১৯ ১৪০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক |

পার্বত্য চট্টগ্রাম বিষয়ে ফেসবুকে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে তথ্য-প্রযুক্তি আইনের ৫৭ ধারায় করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে লেখক ও আইনজীবী ইমতিয়াজ মাহমুদকে।

সুপ্রিম কোর্টের আইনজীবী বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক এই নেতাকে পুলিশ গ্রেপ্তার করে বলে বুধবার সকালে অভিযোগ করে পরিবার।

পুলিশের একটি সূত্র ইমতিয়াজ মাহমুদকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ইমতিয়াজ মাহমুদের ভাই পারভেজ মাহমুদ দুপুর পৌনে ২টার দিকে বলেন, আজ সকাল ১০টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বনানী থানায় রাখা হয়েছে। দুপুর ২টার দিকে কোর্টে নিয়ে যাওয়ার কথা। আমরা এখন কোর্টের সামনে অপেক্ষা করছি।

তিনি বলেন, আমরা যতটুকু জেনেছি, খাগড়াছড়িতে তার নামে একটা মামলা ছিল। সেই মামলায় জামিন নেওয়া ছিল। কিন্তু সেই মামলাতেই তাকে আটক করা হয়েছে কিনা আমরা এখনো জানি না। এছাড়া তার নামে আর কোনো মামলা আছে বলে আমাদের জানা নেই।

পারভেজ মাহমুদ বলেন, আমরা এখন তার সঙ্গে কথা বলতে চাচ্ছি। কিন্তু পুলিশ আমাদেরকে দেখা করতে দিচ্ছে না। আমরা বাইরের তথ্য থেকে জেনেছি তাকে গ্রেপ্তার করে বনানী থানায় রাখা হয়েছে।

ইমতিয়াজ মাহমুদকে ঠিক কি কারণে গ্রেপ্তার করেছে এখনো সঠিকভাবে কিছুই জানেন না বলে জানান তার ভাই।

উল্লেখ্য, শফিকুল ইসলাম নামে খাগড়াছড়ির এক বাসিন্দা ইমতিয়াজ মাহমুদের বিরুদ্ধে বিতর্কিত ৫৭ ধারায় মামলাটি দায়ের করেন। পরে মামলায় পুলিশি প্রতিবেদন দাখিল পর্যন্ত তিনি সুপ্রিম কোর্ট থেকে জামিন পান।

মামলার এজহারে উল্লেখ করা হয়, “সুপ্রিম কোর্টের আইনজীবী ইমতিয়াজ মাহমুদ সম্প্রতি তার ফেসবুকে আইডিতে পাহাড়ের ইস্যুতে নানা মন্তব্য করেছেন। এর মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী মধ্যে সাম্প্রদায়িক উস্কানি ছড়ানো হয়েছে। বাঙালি জাতিকে হেয় করে সেটলার আখ্যায়িত করা হয়েছে।”

আইনজীবী ইমতিয়াজের পোস্টগুলো ‘পাহাড়ে দাঙ্গা’ লাগানোর জন্য পরিকল্পিত বলেও অভিযোগ করেন বাদী শফিকুল।

এদিকে ৫৭ ধারাকে কালো আইন আখ্যা দিয়ে এই আইন বাতিল এবং কবি হেনরী স্বপন ও লেখক ইমতিয়াজ মাহমুদকে দ্রুত মুক্তির দাবিতে বুধবার বিকেলে শাহবাগে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে লেখক ও মুক্তমনা সংগঠনগুলো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :




৫৭ ধারার মামলায় গ্রেপ্তার ইমতিয়াজ মাহমুদ

আপডেট সময় : ০৪:৩৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০১৯

নিজস্ব প্রতিবেদক |

পার্বত্য চট্টগ্রাম বিষয়ে ফেসবুকে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে তথ্য-প্রযুক্তি আইনের ৫৭ ধারায় করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে লেখক ও আইনজীবী ইমতিয়াজ মাহমুদকে।

সুপ্রিম কোর্টের আইনজীবী বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক এই নেতাকে পুলিশ গ্রেপ্তার করে বলে বুধবার সকালে অভিযোগ করে পরিবার।

পুলিশের একটি সূত্র ইমতিয়াজ মাহমুদকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ইমতিয়াজ মাহমুদের ভাই পারভেজ মাহমুদ দুপুর পৌনে ২টার দিকে বলেন, আজ সকাল ১০টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বনানী থানায় রাখা হয়েছে। দুপুর ২টার দিকে কোর্টে নিয়ে যাওয়ার কথা। আমরা এখন কোর্টের সামনে অপেক্ষা করছি।

তিনি বলেন, আমরা যতটুকু জেনেছি, খাগড়াছড়িতে তার নামে একটা মামলা ছিল। সেই মামলায় জামিন নেওয়া ছিল। কিন্তু সেই মামলাতেই তাকে আটক করা হয়েছে কিনা আমরা এখনো জানি না। এছাড়া তার নামে আর কোনো মামলা আছে বলে আমাদের জানা নেই।

পারভেজ মাহমুদ বলেন, আমরা এখন তার সঙ্গে কথা বলতে চাচ্ছি। কিন্তু পুলিশ আমাদেরকে দেখা করতে দিচ্ছে না। আমরা বাইরের তথ্য থেকে জেনেছি তাকে গ্রেপ্তার করে বনানী থানায় রাখা হয়েছে।

ইমতিয়াজ মাহমুদকে ঠিক কি কারণে গ্রেপ্তার করেছে এখনো সঠিকভাবে কিছুই জানেন না বলে জানান তার ভাই।

উল্লেখ্য, শফিকুল ইসলাম নামে খাগড়াছড়ির এক বাসিন্দা ইমতিয়াজ মাহমুদের বিরুদ্ধে বিতর্কিত ৫৭ ধারায় মামলাটি দায়ের করেন। পরে মামলায় পুলিশি প্রতিবেদন দাখিল পর্যন্ত তিনি সুপ্রিম কোর্ট থেকে জামিন পান।

মামলার এজহারে উল্লেখ করা হয়, “সুপ্রিম কোর্টের আইনজীবী ইমতিয়াজ মাহমুদ সম্প্রতি তার ফেসবুকে আইডিতে পাহাড়ের ইস্যুতে নানা মন্তব্য করেছেন। এর মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী মধ্যে সাম্প্রদায়িক উস্কানি ছড়ানো হয়েছে। বাঙালি জাতিকে হেয় করে সেটলার আখ্যায়িত করা হয়েছে।”

আইনজীবী ইমতিয়াজের পোস্টগুলো ‘পাহাড়ে দাঙ্গা’ লাগানোর জন্য পরিকল্পিত বলেও অভিযোগ করেন বাদী শফিকুল।

এদিকে ৫৭ ধারাকে কালো আইন আখ্যা দিয়ে এই আইন বাতিল এবং কবি হেনরী স্বপন ও লেখক ইমতিয়াজ মাহমুদকে দ্রুত মুক্তির দাবিতে বুধবার বিকেলে শাহবাগে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে লেখক ও মুক্তমনা সংগঠনগুলো।