গোরস্থানে মৃতের সঙ্গে সঙ্গম!
- আপডেট সময় : ০৭:৪৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০১৯ ১৭৪ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক |
এক ব্রিটিশ যুবকের বিরুদ্ধে গোরস্থানে ঢুকে মুতের সঙ্গে যৌন সঙ্গমের অভিযোগ উঠেছে। তার নাম কাসিম খুররাম। তেইশ বছরের বয়সের ওই যুবক চুরি করতে ইংল্যান্ডের বার্মিংহামের এক শ্মশানে ঢুকে তারপর বিকৃত এ আচরণ করে বলে স্থানীয় পুলিশ জানায়।
ওই যুবকের বরাত দিয়ে পুলিশ জানায়, চুরি করতে ঢুকে যুবক দেখতে পায় একের পর এক মৃতদেহ পড়ে রয়েছে সেখানে। নেশার ঘোরে পরপর তিনটি মৃতদেহের সঙ্গে যৌনতায় মেতে ওঠে ওই যুবক। তবে এ খবর পৌঁছে যায় প্রশাসনের কাছেও। অভিযুক্ত ওই যুবককে গ্রেপ্তার করা হয়।
পুলিশের কাছে ওই যুবক স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানায়, চুরির উদ্দেশ্যে গোরস্থানে গেলেও নেশার ঘোরে তিন মৃতদেহের সঙ্গে যৌনতায় মেতে ওঠে সে।
তার আইনজীবী জানান, কাসিম নেক্রোফিলিক অর্থাৎ মৃতদেহের সঙ্গে যৌনতার প্রবণতা তার চারিত্রিক বৈশিষ্ট্যে নেই। আদালতে অভিযুক্তের স্বীকারোক্তি শুনে অবাক হয়ে যান খোদ বিচারক।
অপরাধের ভিত্তিতে ওই যুবককে ৬ বছরের কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক।