শক্তিশালী ঘূর্ণিঝড় আঘাত হানার সম্ভাবনা

- আপডেট সময় : ১১:১০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০১৯ ১৩০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক |
আগামী মাসের (মে মাস) প্রথম সপ্তাহে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এমনটি বলা হয়েছে।
মে মাসের প্রথম সপ্তাহের দিকে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়। আবহাওয়া অধিদপ্তরের মে মাসের পূর্বাভাসে বলা হয়েছে, গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহের কারণে এ মাসের শেষের দিকে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের ফলে ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে।
এছাড়াও দেশের উত্তর, উত্তর-পশ্চিমাঞ্চলসহ বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী বয়ে যেতে পারে। একই সঙ্গে দাবদাহের কারণে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে আরো বলা হয়েছে, এ মাসের শেষ দিকে মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হতে পারে। নিম্নচাপটি শক্তিশালী হয়ে ২৮, ২৯ ও ৩০ এপ্রিলের পর ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
এরপর সেটি আগামী ৩ মে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে পারে। ঘূর্ণিঝড়টির গতিপথ সম্পর্কে এখনো জানা যায়নি বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়।