রাজধানীতে ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার
- আপডেট সময় : ০২:৫৫:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০১৯ ১১০ বার পড়া হয়েছে
তানজীন মাহমুদ (তনু): রাজধানীর তুরাগে চার ইয়াবা ব্যবসায়ীকে ৮৩০পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে তুরাগ থানা পুলিশ । সোমবার সারাদিন অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় । গ্রেপ্তার কৃতরা হলেন- মোঃ স্বপন মিয়া (৩৮), মোঃ হালিম সরদার (২৫), মোঃ মিশন মোল্লা ওরফে রাজু (২৫) ও মোঃ দোলন হোসেন (২৫) ।
গোপন সংবাদের ভিত্তিতে তুরাগ থানার এস আই সাহিন হোসেন খান সঙ্গীও ফোর্স সহ কামার পাড়া ও ভাটুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ।
প্রথমে মোঃ স্বপন মিয়া ও মোঃ হালিম সরদারকে পাঁচশ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার হয় । পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ৩৩০পিস ট্যাবলেট সহ বাকি দুইজনকে গ্রেপ্তার করা হয় ।
এব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সোমবার দিনগত রাত ১২টার দিকে থানায় ১টি মামলা হয়েছে । গ্রেপ্তারকৃত মোঃ স্বপন মিয়া, বগুড়া জেলার, সারিয়াকান্দি থানার, গোসাইবাড়ী গ্রামের আবুল কালামের ছেলে । মোঃ হালিম সরদার ও মোঃ দোলন হোসেন, পাবনা জেলার, বেড়া থানার, বেড়ামুড় ও জর্দা গ্রামের মৃত্য গফুর ও মোঃ জাহাঙ্গীরের ছেলে এবং মোঃ মিশন মোল্লা ওরফে রাজু খুলনা জেলার, তেরখাদা এলাকার, মোল্লা তরিকুল ইসলামের ছেলে । বর্তমানে তারা তুরাগের কামার পাড়া ও ভাটুলিয়া এলাকায় খোকা মিয়া ও নয়ন মিয়ার বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করত ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে, তুরাগ থানার ওসি তদন্ত মোঃ সফিউল্লাহ বলেন, গ্রেপ্তার কৃতরা তুরাগের চিহ্নিত মাদক ব্যবসায়ী । আমরা কয়েকদিন যাবত এদের গ্রেপ্তার করার জন্য চেষ্টা চালিয়ে আসছিলাম । আজ ইয়াবা ক্রয় বিক্রয়ের সময় এদের গ্রেপ্তার করতে সক্ষম হই । গ্রেপ্তার কৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় ১টি মামলা দায়ের করা হয়েছে।