ঢাকা ০৫:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo শাবি ক্যাম্পাসে আন্দোলনকারীদের ছড়ানো গুজবে সয়লাব Logo সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে আন্দোলনকারীরা পুলিশের উপর হামলা চালালে সংঘর্ষের ঘটনা ঘটে Logo জবিতে আজীবন ছাত্ররাজনীতি নিষিদ্ধ বিজ্ঞপ্তি প্রকাশ Logo শাবিতে হল প্রশাসনকে ভয়-ভীতি দেখিয়ে নোটিসে জোর পূর্বক সাইন আদায় Logo এবার সামনে আসছে ছাত্রলীগ কর্তৃক আন্দোলনকারীদের মারধরের আরো ঘটনা Logo আবাসিক হল ছাড়ছে শাবি শিক্ষার্থীরা Logo নিরাপত্তার স্বার্থে শাবি শিক্ষার্থীদের আইডিকার্ড সাথে রাখার আহবান বিশ্ববিদ্যালয় প্রশাসনের Logo জনস্বাস্থ্যের প্রধান সাধুর যত অসাধু কর্ম: দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ! Logo বিআইডব্লিউটিএ বন্দর শাখা যুগ্ম পরিচালক আলমগীরের দুর্নীতি ও ঘুষ বাণিজ্য  Logo রাজশাহীতে এটিএন বাংলার সাংবাদিক সুজাউদ্দিন ছোটনকে হয়রানিমূলক মামলায় বএিমইউজরে নিন্দা ও প্রতিবাদ




গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে: তথ্যমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৮:২০ অপরাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০১৯ ১৪৬ বার পড়া হয়েছে

গণমাধ্যমে বিএনপির মতো প্রচার আওয়ামী লীগও পায় না বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, ‘গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বিভিন্ন কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়নে নানা পদক্ষেপ নিয়েছে।’

বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাজধানীর দারুস সালামে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট (এনআইএমসি) মিলনায়তনে এসব কথা বলেছেন তথ্যমন্ত্রী। বাংলাদেশ সিনেমা অ্যান্ড টেলিভিশন ইনিস্টিটিউট (বিসিটিআই) পরিচালিত চলচ্চিত্র ও টেলিভিশন অনুষ্ঠান নির্মাণ বিষয়ক দুটি ডিপ্লোমা কোর্স সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।

এসময় তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি সংসদে না থেকেও রাজপথে বক্তব্য দিয়ে বিভিন্ন গণমাধ্যমে যেভাবে জায়গা করে নিচ্ছে, আওয়ামী লীগ ক্ষমতাসীন দল হয়েও তেমন স্পেস পায় না। বিএনপি নেতারা সকাল বিকাল দুই বেলা বক্তব্য দেন, তারপরও বলেন তাদের নাকি কথা বলার অধিকার নেই।’

খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)-তে চিকিৎসা নিয়ে বেগম খালেদা জিয়া সন্তুষ্ট। অথচ তার দলীয় নেতারা এমনভাবে খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে কথা বলেন, যেন তারা একেকজন বিশেষজ্ঞ চিকিৎসক।’

তথ্যমন্ত্রী আরও বলেন, ‘খালেদা জিয়ার চিকিৎসাব্যবস্থা নিয়ে সরকার যে ধরনের সহযোগিতা করছে, তা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। তার পছন্দ অনুযায়ী ফিজিওথেরাপিস্ট, সেবিকা, পরিচারিকা দেওয়া হয়েছে। একমাস ধরে বিএসএমএমইউ’তে তার জন্য কেবিন বরাদ্দ রাখা হয়েছিল। তিনি তা গ্রহণ করেননি।’

খালেদা জিয়ার স্বাস্থ্যের ব্যাপারে বিদেশিদের কাছে বিএনপি ধর্না দেয় উল্লেখ করে তিনি আরও বলেন, ‘বিএনপি যদি জনগণের দল হয়, তাহলে তাদের জনগণের কাছেই থাকা উচিত; বিদেশিদের কাছে নয়।’ তরুণ চলচ্চিত্র নির্মাতা ও পরিচালকদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘দেশের উন্নয়নকে ত্বরান্বিত করতে হলে মানুষের নৈতিক ও আত্মিক উন্নয়ন প্রয়োজন। দেশ গঠনের স্বার্থে সমষ্টিগতভাবে এগিয়ে আসতে হবে।’ উন্নত জাতি গঠনে গুনগত ও মানসম্মত চলচ্চিত নির্মাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

বিসিটিআই এর প্রধান নির্বাহী মোহাম্মদ আজহারুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্য মন্ত্রণালয়ের সচিব আবদুল মালেক। এছাড়া আরও উপস্থিত ছিলেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক শাহিন ইসলাম, বিসিটিআইয়ের পরিচালক মারুফ নেওয়াজ, কোর্স পরিচালক ম. হামিদ, শাহনাজ নাসরীনসহ আরও অনেকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :




গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে: তথ্যমন্ত্রী

আপডেট সময় : ০৩:২৮:২০ অপরাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০১৯

গণমাধ্যমে বিএনপির মতো প্রচার আওয়ামী লীগও পায় না বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, ‘গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বিভিন্ন কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়নে নানা পদক্ষেপ নিয়েছে।’

বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাজধানীর দারুস সালামে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট (এনআইএমসি) মিলনায়তনে এসব কথা বলেছেন তথ্যমন্ত্রী। বাংলাদেশ সিনেমা অ্যান্ড টেলিভিশন ইনিস্টিটিউট (বিসিটিআই) পরিচালিত চলচ্চিত্র ও টেলিভিশন অনুষ্ঠান নির্মাণ বিষয়ক দুটি ডিপ্লোমা কোর্স সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।

এসময় তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি সংসদে না থেকেও রাজপথে বক্তব্য দিয়ে বিভিন্ন গণমাধ্যমে যেভাবে জায়গা করে নিচ্ছে, আওয়ামী লীগ ক্ষমতাসীন দল হয়েও তেমন স্পেস পায় না। বিএনপি নেতারা সকাল বিকাল দুই বেলা বক্তব্য দেন, তারপরও বলেন তাদের নাকি কথা বলার অধিকার নেই।’

খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)-তে চিকিৎসা নিয়ে বেগম খালেদা জিয়া সন্তুষ্ট। অথচ তার দলীয় নেতারা এমনভাবে খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে কথা বলেন, যেন তারা একেকজন বিশেষজ্ঞ চিকিৎসক।’

তথ্যমন্ত্রী আরও বলেন, ‘খালেদা জিয়ার চিকিৎসাব্যবস্থা নিয়ে সরকার যে ধরনের সহযোগিতা করছে, তা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। তার পছন্দ অনুযায়ী ফিজিওথেরাপিস্ট, সেবিকা, পরিচারিকা দেওয়া হয়েছে। একমাস ধরে বিএসএমএমইউ’তে তার জন্য কেবিন বরাদ্দ রাখা হয়েছিল। তিনি তা গ্রহণ করেননি।’

খালেদা জিয়ার স্বাস্থ্যের ব্যাপারে বিদেশিদের কাছে বিএনপি ধর্না দেয় উল্লেখ করে তিনি আরও বলেন, ‘বিএনপি যদি জনগণের দল হয়, তাহলে তাদের জনগণের কাছেই থাকা উচিত; বিদেশিদের কাছে নয়।’ তরুণ চলচ্চিত্র নির্মাতা ও পরিচালকদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘দেশের উন্নয়নকে ত্বরান্বিত করতে হলে মানুষের নৈতিক ও আত্মিক উন্নয়ন প্রয়োজন। দেশ গঠনের স্বার্থে সমষ্টিগতভাবে এগিয়ে আসতে হবে।’ উন্নত জাতি গঠনে গুনগত ও মানসম্মত চলচ্চিত নির্মাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

বিসিটিআই এর প্রধান নির্বাহী মোহাম্মদ আজহারুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্য মন্ত্রণালয়ের সচিব আবদুল মালেক। এছাড়া আরও উপস্থিত ছিলেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক শাহিন ইসলাম, বিসিটিআইয়ের পরিচালক মারুফ নেওয়াজ, কোর্স পরিচালক ম. হামিদ, শাহনাজ নাসরীনসহ আরও অনেকে।