বঙ্গবন্ধু পরিষদের নেতা ডিপিডিসির প্রকৌশলী রাজ্জাক ধরাছোঁয়ার বাইরে পর্ব -১

- আপডেট সময় : ০৬:৩৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫ ৯২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক: বঙ্গবন্ধু পরিষদের নেতা তিনি। দানবীর হিসেবেও নিজ এলাকায় বেশ পরিচিত প্রকৌশলী। শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার হাসলীগাঁও গ্রামে বাড়ি ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) প্রকৌশলী আব্দুর রাজ্জাকের। গরিব-দুঃখীকে সহায়তার পাশাপাশি এলাকায় গড়েছেন সুদৃশ্য মসজিদ এবং মাদ্রাসাও। ঢাকা, শেরপুরসহ দেশের বিভিন্ন স্থানে গড়েছেন অঢেল সম্পদ। কিন্তু ডিপিডিসির একজন প্রকৌশলী সরকারিভাবে যে বেতন পান, তাতে সাধারণ জীবন ধারণ করতে কষ্ট হওয়ার কথা তার। অথচ তিনি শত শত কোটি টাকার মালিক। বিশিষ্ট শিল্পপতি হিসাবে ও পরিচিত তার। বিদ্যুৎ খাতের যন্ত্রাংশ উৎপাদক। তিনি ডিভিডিসির প্রকৌশলী আব্দুর রাজ্জাক। শেখ পরিবারের আত্মীয় পরিচয় গত ১৬ বছর ডিপিডিসি নিয়ন্ত্রণ করতেন তিনি। মিটারসহ অসংখ্য বৈদ্যুতিক সরঞ্জাম সাপ্লাইয়ার ছিল তার নিজস্ব প্রতিষ্ঠান। দাপটের সাথে চাকুরী ব্যবসা ও বদলি-তদবির বাণিজ্য করে কামিয়েছেন শত শত কোটি টাকা।
দুর্নীতি, আয় বহির্ভূত সম্পদ অর্জন অর্থ পাচার সহ ভয়াবহ অসংখ্য অভিযোগের দায় রয়েছে তার মাথায়। এছাড়াও দুর্নীতি দমন কমিশন দুদকে একাধিক অভিযোগ থাকার পরেও বিগত দিনে তার বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করেননি সবকিছু কর্তৃপক্ষ। গত ৫ আগস্ট এর পট-পরিবর্তনের পরবর্তী সময়ও আওয়ামী লীগের দোসর, ছাত্র জনতার আন্দোলন ঠেকাতে অর্থ যোগানদাতা হিসেবে পরিচিত ডিপিডিসির প্রকৌশলী আব্দুর রাজ্জাক রয়েছেন বহাল তবিয়তে।
তার সম্পদ ও দুর্নীতির বিস্তারিত সহ অনুসন্ধানী প্রতিবেদন আসছে শীঘ্রই।