স্বৈরাচার সরকারের দোসর দুর্নীতিবাজ কর্মকর্তা ওয়াসার মিজানুর
- আপডেট সময় : ০৭:০৩:৫১ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪ ৫১৬ বার পড়া হয়েছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
বিশেষ প্রতিবেদক: আওয়ামী ক্ষমতার প্রভাবে তিনবার পদোন্নতি বাগিয়ে নেয়া রাজস্ব কর্মকর্তা আয় বহির্ভূত অর্থ সম্পত্তির মালিক বনে যাওয়ার রহস্যঘেরা গল্পে ঢাকা ওয়াসায় সরগম। সংশ্লিষ্ট দফতরে চলছে কানাঘুষা। তিনি মিজানুর রহমান শাহীন, যিনি উপ-প্রধান রাজস্ব কর্মকর্তা হিসেবে ঢাকা ওয়াসায় কর্মরত আছেন। বিগত আওয়ামী সরকারের আমলে বিলিং সহকারীদের নিয়ে লুটপাটের এক শক্তিশালী সিন্ডিকেট গড়ে তুলতে তিনি। যেই সিন্ডিকেটের মাধ্যমে দুর্নীতি আর অনিয়মের অভয়ারণ্য হিসেবে পরিচিত পায় ঢাকা ওয়াসা।
স্বৈরাচারী আওয়ামীলীগ সরকারের ক্ষমতা ব্যবহার করে তিনতিন বার পদোন্নতি বাগিয়ে নিয়ে অবৈধ অর্থ সম্পদের মালিক বলে যান মিজানুর রহমান। ইউডি থেকে – সহকারী রাজস্ব কর্মকর্তা। সহকারী রাজস্ব কর্মকর্তা থেকে – রাজস্ব কর্মকর্তা সর্বশেষ রাজস্ব কর্মকর্তা থেকে বর্তমানে উপ-প্রধান রাজস্ব কর্মকর্তা রাজস্ব জোন-০২ ঢাকা হিসেবে ওয়াসায় দাপুটে কর্মকর্তা হিসেবে বহাল তবিয়তে তিনি।
রাজস্ব জোন-০২ এর অফিসে RO এবং ARO এর দিয়ে গড়া সিন্ডিকেট এর মাধ্যমে অফিস পরিচালনা করেন বর্তমান DCRO মহাশয়।
এছাড়াও নতুন বিলিং সহকারী রাজস্ব পরিদর্শকদের নিয়ে কিছুদিন ধরে সীমাহীন দুর্নীতি করে যাচ্ছেন। কোড বানিজ্য/ব্যবসা শুরু করছে বর্তমান DCRO, পছন্দমত কিছু লোকজনকে কোড প্রদান করে অনেককেই বসিয়ে রেখেছেন।
তিনি বর্তমানে RO এবং ARO এর মধ্যিমে লুটপাটের সম্পূর্ণ টাকা লেনদেন করেন তাই Roএবং ARO কথা মতো অফিস পরিচালনা করেন DCRO, প্রতিটি ফাইল থেকে RO এবং ARO এর মাধ্যমে ঘুষের অর্থ কালেকশন করেন।
রাজস্ব পরিদর্শক এবং বিল্ডিং সহকারীদের DCRO বলে দিয়েছেন আপনারা RO এবং ARO এর মাধ্যাম টাকার কয়সালা করেন। প্রতিটি ফাইল থেকে এভাবেই অর্থ হাতিয়ে নেন তিনি।
স্বৈরাচার শেখ হাসিনার আমলে একাধিকবার পদোন্নতি নেন দলীয় পরিচয়ে। বর্তমানে তিনি নিজেকে বিএনপি বলে দাবি করে নিজের অবস্থান পাকাপোক্ত করতে মরিয়া।
গত সরকারের আমলে নিজের রাজনৈতিক ক্ষমতা আর দুর্নীতিবাজ সহযোগী সিন্ডিকেট কাজে লাগিয়ে রাজধানীতে গড়েছেন সম্পদের পাহাড়। রয়েছে একাধিক ফ্লাট প্লট ও পরিবারের জন্য দুইটি দামি গাড়ি।
এই আময়ামী দুর্নীতিবাজ কর্মকর্তার দুর্নীতির বিস্তারিত আমলনামার বিস্তারিত নিয়ে থাকছে পরবর্তী পর্বে….