দ্যা ডেইলি মর্নিং ভয়েস’ পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৯:০২:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩ ২৯৪ বার পড়া হয়েছে

ইসলাম সবুজঃ রাজধানীর মতিঝিল থেকে প্রকাশিত ইংরেজি দৈনিক দ্যা ডেইলি মর্নিং ভয়েস পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ইফতার ও দোয়া মাহফিলের প্রধান জাতীয় দৈনিক দ্যা মর্নিং ভয়েজের প্রকাশক-সম্পাদক ও আনান কর্পোরেশনের চেয়ারম্যান রিপন তরফদার নিয়ামের ব্যবস্থাপনায় ১৩ এপ্রিল-২০২৩ তারিখে দ্যা ডইলি মর্নিং ভয়েস ও জাতীয় দৈনিক গণমুক্তি নিউজ সারা বাংলা এবং সাপ্তাহিক রহস্য জগৎ পত্রিকার কার্যালয়ে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন গ্লোরিয়া ঝর্ণা সরকার (এমপি) সংসদ সদস্য,
সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি। তিনি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বলেন বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী ১৭ কোটি মানুষের আত্মা জননেত্রী শেখ হাসিনাসহ ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত সকলের জন্য শান্তি কামনা করে বক্তব্য শেষ করেন।
উপস্থিত ছিলেন , মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংসদীয় আসনের প্রতিনিধি সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, শহিদুল্লাহ খন্দকার, তিনি স্বাগত বক্তব্য রাখেন বলেন আজকের এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজনকারী আনান কর্পোরেশনের চেয়ারম্যান রিপন তরফদার নিয়ামের উদ্বেগে এত সুন্দর ইফতার ও দোয়া মাহফিলকে ধন্যবাদ জানিয়ে বলেন রোজার মাস সিয়াম সাধনার মাস দেখতে দেখতে চলে গেল রহমান মাখফেরত এবার নাজায়েতের দশ দিন চলে আসছে তিনি বলেন হে আল্লাহ এই রোজার মাসে আমাদের সকল রোজাদারকে মাফ করে দিন, বলেন হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবন কাহিনীর কথা। উপস্থিত জনাব নুরুল ইসলাম , যুগ্ম সচিব ও (সদস্য) রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক পরিচালক শেখ মোঃ শাহীনুল ইসলাম, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক, প্রকল্প পরিচালক (ড্যাব) আশরাফুল ইসলাম, উপস্থিত দ্বীপ আজাদ মহাসচিব বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে ) উপস্থিত ইলিয়াস খান, সাবেক সাধারণ সম্পাদক জাতীয় প্রেসক্লাব ও মোরসালিন নোমানী সভাপতি ঢাকা রিপোর্টার্স ইউনিটির আরো উপস্থিত ছিলেন বিভিন্ন পেশাজীবী ব্যবসায়ী রাজনীতিবীদ সিনিয়র সাংবাদিক চাকরিজীবী-সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।