কেসি ফাউন্ডেশন-উত্তরাস্থ ফরিদপুর জেলা কল্যাণ সমিতির উদ্যোগে বিজয় দিবসের আলোচনা সভা

- আপডেট সময় : ০৫:২১:৪২ অপরাহ্ন, রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২ ১৮৫ বার পড়া হয়েছে

মহান বিজয় দিবস উপলক্ষে কে সি ফাউন্ডেশন ও উত্তরাস্থ বৃহত্তর ফরিদপুর জেলা কল্যাণ সমিতি আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। আজ রাজধানীর উত্তরাস্থ কে সি ফাউন্ডেশন কার্যালয়ে ‘মহান বিজয় দিবসের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কে সি ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক মো. শাহ আলম। বক্তব্য রাখেন উত্তরাস্থ বৃহত্তর ফরিদপুর জেলা কল্যাণ সমিতির সাবেক সভাপতি মো. আ. লতিফ মিয়া, খিলক্ষেত থানা কে সি ফাউন্ডেশনের সভাপতি আবুল খায়ের, বীর মুক্তিযোদ্ধা আ. বারেক, মো. মোস্তফা, মো. মোসলেহ উদ্দিন। সঞ্চালনা করেন মোস্তফা কামাল।
এ সময় কে সি ফাউন্ডেশনের ১৪টি ওয়ার্ডের সভাপতি-সেক্রেটারি, মর্নিং ওয়ার্ক সিটিজেন সোসাইটি, কে সি স্পোটিং ক্লাবের কর্মকর্তারা ও উত্তরাস্থ বৃহত্তর ফরিদপুর জেলা কল্যাণ সমিতির নেতারা উপস্থিত ছিলেন।
এ সময় মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সব বীর মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও নিহত সকল শহিদের রুহের মাগফেরাত কামনায় এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।