৯ বছরের কিশোরীকে ধর্ষণের চেষ্টা, ৫দিন পর থানায় মামলা!
- আপডেট সময় : ০৯:৫৭:১৪ অপরাহ্ন, সোমবার, ২৬ এপ্রিল ২০২১ ১২৮ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি: নারায়ণগঞ্জ রুপগঞ্জে ৯ বছরের কিশোরীকে ধর্ষণের চেষ্টায় ঘটনার ৫দিন পর রুপগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে। ভূক্তভোগী কিশোরী রুপগঞ্জ থানার টেকবাড়ী এলাকার বাসিন্দা। সে নবজাগরন কিন্ডার গার্টেন স্কুলের ৫ম শ্রেনীর শিক্ষার্থী। ভিকটিমের পিতা জাহাঙ্গীর মিয়া বাদী হয়ে কিশোরী ধর্ষনের চেষ্টাকারী অভিযুক্ত ইসমাঈল,খলিল মিয়া ও হান্নানসহ ৩জনকে আসামী করে গত ২৫এপ্রিল রাতে রুপগঞ্জ থানায় এ মামলা রুজু করা হয়। যার মামলা নং ৬৯,তাং-২৫(০৪)২১ইং। ধারা: ৯(৪) খ/৩০ইং ২০০০সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়,রুপগঞ্জ থানার দক্ষিনবাগ টেকবাড়ী এলাকায় হেলাল উদ্দিন হেলু মিয়ার ছেলে জাহাঙ্গীর মিয়া দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে। জাহাঙ্গীরের ৯ বছরের কিশোরী মেয়ে নবজাগরন কিন্ডার গার্টেন স্কুলের ৫ম শ্রেনীর শিক্ষার্থী। প্রতিবেশী একই এলাকার কানু মিয়ার লম্পট ছেলে ইসমাঈল মিয়া পাশাপাশি বসবাস করার সুবাদে প্রায় সময় প্রতিবেশি জাহাঙ্গীর মিয়ার বাড়ীতে আসা যাওয়া করত। এ সুবাদে গত ১৯এপ্রিল বিকেলে জাহাঙ্গীরের বাড়িতে এসে ৯ বছরের কিশোরী মেয়ের কাছে লম্পট ইসমাঈল পানি চায়। পানি চাওয়ার এক ফাঁকে কৌশলে অন্য একটি ঘরে প্রবেশ করে। ওই সময় উৎপেতে থাকা লম্পট ইসমাঈল কিশোরী মেয়ে পানি নিয়ে আসার সময় মুখ চেপে ধরে তার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষনের চেষ্টা চালায়। ওই সময় কিশোরীর আত্মচিৎকারের শব্দ শুনে আশপাশের লোক এগিয়ে আসলে লম্পট ইসমাঈল কিশোরী মেয়েকে ভয়ভীতি দেখিয়ে অন্য দরজা দিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় রুপগঞ্জ থানা পুলিশ ঘটনা তদন্ত করে সত্যতা পেয়েছে বলে জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তা মনিরুল ইসলাম। তবে ভূক্তভোগী পরিবারের দাবী লম্পট ইসমাঈল মিয়ার বড় ভাই খলিল ও তার ভাগ্নে হান্নানকে ধর্ষনের চেষ্টার ঘটনাটি জানানোর পর থেকেই তারা উল্টো হুমকি-ধমকি প্রদর্শণ করে। পরে ঘটনার ৫দিন পর নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা নেয় রুপগঞ্জ থানা পুলিশ।
এ ঘটনায় রুপগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) এইচ এম জসিম উদ্দিন জানান,কিশোরী মেয়েটিকে ধর্ষনের চেষ্টার অভিযোগের সত্যতা পাওয়া গেছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু হয়েছে। অভিযুক্ত আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।