যা পাওয়া গেল দিহানের বাসার সিসিটিভি ফুটেজে
- আপডেট সময় : ১০:৩৯:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৩ জানুয়ারী ২০২১ ১৪৯ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক;
রাজধানীর কলাবাগানে মাস্টারমাইন্ড স্কুলের ‘ও’ লেভেলের শিক্ষার্থী আনুশকা নূর আমিনকে ধর্ষণ ও হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে ফারদিন ইফতেখার দিহানকে। এঘটনায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে দিহানের বাসার দারোয়ান দুলালকেও।
আসলে আনুশকার সাথে কি ঘটেছিল সেদিন? সেই ঘটনা অনুসন্ধানেই উদ্ধার করা হয়েছে বাসাটির সিসি ক্যামেরার ফুটেজ।
মঙ্গলবার দুপুরে রমনা জোনের উপপুলিশ কমিশনার (ডিসি) সাজ্জাদ হোসেন গণমাধ্যমকে বলেন, তদন্তের স্বার্থে ওই বাসার সিসি ক্যামেরার ফুটেজেসহ অনেক কিছুই জব্দ করা হয়েছে।
সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, সেদিন বাসাটিতে প্রায় দেড় ঘণ্টা অবস্থান করছিল আনুশকা। এ সময় রহস্যজনক গতিবিধির উপস্থিতি পাওয়া গেছে তিন ব্যক্তির। পুলিশের ধারণা, সর্বগ্রাসী মাদকের পরিণতিতেই এমন ঘটনা ঘটতে পারে।
ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ আরও জানায়, ঘটনার দিন দুপুর ১২টা ১২ মিনিটে ধর্ষণ ও হত্যার শিকার ওই শিক্ষার্থী প্রবেশ করে। বাসার সিঁড়ি ঘরের দিকে সে যায়। দুপুর ১টার দিকে বাসার সামনে তিন ব্যক্তির রহস্যজনক গতিবিধি লক্ষ্য করা যায়। ১টা ৩৬ মিনিটে গাড়িতে করে দিহান বাসা থেকে বের হন। ওই তিন ব্যক্তি বাসার সামনে নজরদারি করেন।