সংবাদ শিরোনাম :
১৬ এপ্রিলের মধ্যে গার্মেন্টস শ্রমিকদের বেতন পরিশোধের কঠোর নির্দেশ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:০৪:০৭ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২০ ১০৩ বার পড়া হয়েছে
সকালের সংবাদ;
১৬ এপ্রিলের মধ্যে গার্মেন্টস শ্রমিকদের গত মাসের বেতন পরিশোধের নির্দেশ দিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। নইলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রম প্রতিমন্ত্রী। মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।
এর আগে, করোনা পরিস্থিতির কারণে একবার পোশাক কারখানাগুলো বন্ধের পর আবারও খুলে দেওয়ায় সব শ্রমিকেরা ঢাকামুখী হন। একই দিন সন্ধ্যায় আবারো বন্ধের ঘোষণা দেওয়ায় বিপাকে পড়েন শ্রমিকেরা। শুধু তাই নয় বিভিন্ন কলকারখানা ও শিল্প প্রতিষ্ঠান তাদের প্রায় সব পর্যায়ের শ্রমিক কর্মকর্তা ও কর্মচারীদের গত মার্চের বেতনও পরিশোধ করেননি।
উদ্ভুত এই পরিস্থিতি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে দুপুরে বেতন পরিশোধের এই আদেশ দেন প্রতিমন্ত্রী।