ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo রূপালী ব্যাংকের এমডি ছিলেন বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের প্রভাবশালী নেতা! Logo “আওয়ামী সুবিধাভোগী ৪ কারা কর্মকর্তার কাছে জিম্মি কারা অধিদপ্তর!” Logo পাইকগাছা-কয়রার মানুষের সুচিকিৎসা নিশ্চিত করতে মাঠে আমিরুল ইসলাম কাগজী Logo এয়ারপোর্ট এলাকার আওয়ামীলীগ নেতা সালাউদ্দিন পিয়ারী ইয়াসিন ধরাছোঁয়ার বাইরে! Logo পিরোজপুর-২ আসনে জনগণের জন্য কাজ করতে চান ফকরুল আলম: নির্বাচনের প্রস্তুতি তুঙ্গে Logo পাওনা টাকা চাওয়ায় সাংবাদিকের উপর হামলা: নেপথ্যে কসাই পারভেজ ধরাছোঁয়ার বাইরে Logo ৩৬ জুলাই: যেভাবে প্রতীকী ক্যালেন্ডার হয়ে উঠল জাতীয় প্রতিরোধের হাতিয়ার Logo বাকেরগঞ্জ উপজেলা যুবদলের নেতার উপর সন্ত্রাসী হামলা Logo গণপূর্ত প্রকৌশলী জহির রায়হানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান Logo “শতকোটি টাকার দুর্নীতির সাম্রাজ্য: তাপসের ঘনিষ্ট ডিএসসিসির শাহজাহান আলীর ফাঁদে ঢাকা দক্ষিণ সিটি”

ছেলের কাছেই হেরে গেলেন মাশরাফি!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৭:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২০ ১৯৫ বার পড়া হয়েছে

সকালের সংবাদ; 
ক্রিকেট মাঠে বল হাতে রীতিমত দাপিয়ে বেড়ান। প্রতিপক্ষ ব্যাটসম্যানদের ঘায়েল করা সাবেক টাইগার ক্যাপ্টেন মাশরাফি মুর্তজা এবার হেরে গেলেন নিজের ছোট্ট ছেলের কাছেই! তবে ক্রিকেটের ব্যাটে-বলে নয়, ক্যারামে।

বর্তমানে মহামারী রুপ নেয়া করোনা ভাইরাস আতঙ্ক নিয়ে দিন কাটাচ্ছে দেশের মানুষ। সরকার দশ দিনের সাধারণ ছুটি ঘোষণা করে জনগণকে ঘরে থাকার আহ্বান জানিয়েছে। আর সেই আহ্বানে সাড়া দিয়ে মিরপুরস্থ নিজ বাসায় কোয়ারেন্টাইনে মাশরাফি। গৃহবন্দি থাকায় পরিবারকে বেশ করে সময় দিতে পারছেন সাবেক এই অধিনায়ক।

এদিকে, হোম কোয়ারেন্টাইনের সময়টা পরিবারের সঙ্গে বেশ ভালোই কাটছে মাশরাফির। আর সেটা বোঝা গেল সম্প্রতি প্রকাশ হওয়া এক ভিডিওতে।

শুক্রবার (২৭ মার্চ) রাতে নিজের ভিরিফায়েড ফেসবুক পেজে দেখা যায়, ছেলে সাহেল মুর্তজাকে নিয়ে ক্যারাম খেলায় দেশীয় ক্রিকেটের জীবন্ত কিংবদন্তী মাশরাফি। যে খেলায় বাবাকে হারিয়ে দিয়েছে জুনিয়র মাশরাফি। বাবা-ছেলের লড়াইয়ের সে ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ভিডিওতে দেখা যায়, ছেলের সঙ্গে ক্যারাম বোর্ডে মেতে আছেন মাশরাফি। সাহেলের ছিল সাদা গুটি আর মাশরাফির কালো। শুরু থেকে দারুণ খেলছিলেন মাশরাফি। বাবার সঙ্গে কিছুতেই পেরে উঠছিল না ছোট্ট সাহেল। এক পর্যায়ে বোর্ডে তার গুটি ছিল ৮টি, আর মাশরাফির ছিল মাত্র একটি।

ছেলে সাহেল মুর্তজাকে নিয়ে ক্যারাম খেলায় দেশীয় ক্রিকেটের জীবন্ত কিংবদন্তী

এরপরই সাহেলের চমক শুরু। লাল গুটির পূর্ণ ৫ পয়েন্ট নিজের করে নিয়ে সবগুলো সাদা গুটিই পকেটে ফেলতে থাকে জুনিয়র। বিপরীতে ওই এক গুটি নিয়েই ঠায় বসে থাকেন মাশরাফি। শেষ পর্যন্ত বাবাকে ওই অবস্থায় রেখেই জয় তুলে নেয় সাহেল।

এসময় ছেলের সবগুলো শটই উপভোগ করতে দেখা গেছে মাশরাফিকে। রিটার্ন শটে মাশরাফির তালিও পেয়েছে সাহেল। অবশ্য ছেলেকে ‘জেতানোর’ জন্য শেষদিকে এলোমেলো মেরেছেন মাশরাফি।

বলা হয়ে থাকে, ‘সন্তান জিতলেই জিতে যায় বাবা।’ ছেলের এমন জয়ে নিশ্চয় হেরেও জিতে গেছেন বাবা মাশরাফি। ছেলের পারফরম্যান্সে উচ্ছ্বাসিত হয়ে ভিডিওটি নিজের ফেসবুকে পোস্ট করেন ক্যাপ্টেন। ক্যাপশনে লিখেছেন ‘দ্রুত শিখছে’। বোঝাই যাচ্ছে, বাবা মতোই দ্রুত শেখার মানসিকতা নিয়ে বেড়ে উঠছে সাহেল। সেক্ষেত্রে, ভবিষ্যতে যে আরেকজন মাশরাফিকে পেতে যাচ্ছে বাংলাদেশ, তাতে সন্দেহ নেই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ছেলের কাছেই হেরে গেলেন মাশরাফি!

আপডেট সময় : ১০:৪৭:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২০

সকালের সংবাদ; 
ক্রিকেট মাঠে বল হাতে রীতিমত দাপিয়ে বেড়ান। প্রতিপক্ষ ব্যাটসম্যানদের ঘায়েল করা সাবেক টাইগার ক্যাপ্টেন মাশরাফি মুর্তজা এবার হেরে গেলেন নিজের ছোট্ট ছেলের কাছেই! তবে ক্রিকেটের ব্যাটে-বলে নয়, ক্যারামে।

বর্তমানে মহামারী রুপ নেয়া করোনা ভাইরাস আতঙ্ক নিয়ে দিন কাটাচ্ছে দেশের মানুষ। সরকার দশ দিনের সাধারণ ছুটি ঘোষণা করে জনগণকে ঘরে থাকার আহ্বান জানিয়েছে। আর সেই আহ্বানে সাড়া দিয়ে মিরপুরস্থ নিজ বাসায় কোয়ারেন্টাইনে মাশরাফি। গৃহবন্দি থাকায় পরিবারকে বেশ করে সময় দিতে পারছেন সাবেক এই অধিনায়ক।

এদিকে, হোম কোয়ারেন্টাইনের সময়টা পরিবারের সঙ্গে বেশ ভালোই কাটছে মাশরাফির। আর সেটা বোঝা গেল সম্প্রতি প্রকাশ হওয়া এক ভিডিওতে।

শুক্রবার (২৭ মার্চ) রাতে নিজের ভিরিফায়েড ফেসবুক পেজে দেখা যায়, ছেলে সাহেল মুর্তজাকে নিয়ে ক্যারাম খেলায় দেশীয় ক্রিকেটের জীবন্ত কিংবদন্তী মাশরাফি। যে খেলায় বাবাকে হারিয়ে দিয়েছে জুনিয়র মাশরাফি। বাবা-ছেলের লড়াইয়ের সে ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ভিডিওতে দেখা যায়, ছেলের সঙ্গে ক্যারাম বোর্ডে মেতে আছেন মাশরাফি। সাহেলের ছিল সাদা গুটি আর মাশরাফির কালো। শুরু থেকে দারুণ খেলছিলেন মাশরাফি। বাবার সঙ্গে কিছুতেই পেরে উঠছিল না ছোট্ট সাহেল। এক পর্যায়ে বোর্ডে তার গুটি ছিল ৮টি, আর মাশরাফির ছিল মাত্র একটি।

ছেলে সাহেল মুর্তজাকে নিয়ে ক্যারাম খেলায় দেশীয় ক্রিকেটের জীবন্ত কিংবদন্তী

এরপরই সাহেলের চমক শুরু। লাল গুটির পূর্ণ ৫ পয়েন্ট নিজের করে নিয়ে সবগুলো সাদা গুটিই পকেটে ফেলতে থাকে জুনিয়র। বিপরীতে ওই এক গুটি নিয়েই ঠায় বসে থাকেন মাশরাফি। শেষ পর্যন্ত বাবাকে ওই অবস্থায় রেখেই জয় তুলে নেয় সাহেল।

এসময় ছেলের সবগুলো শটই উপভোগ করতে দেখা গেছে মাশরাফিকে। রিটার্ন শটে মাশরাফির তালিও পেয়েছে সাহেল। অবশ্য ছেলেকে ‘জেতানোর’ জন্য শেষদিকে এলোমেলো মেরেছেন মাশরাফি।

বলা হয়ে থাকে, ‘সন্তান জিতলেই জিতে যায় বাবা।’ ছেলের এমন জয়ে নিশ্চয় হেরেও জিতে গেছেন বাবা মাশরাফি। ছেলের পারফরম্যান্সে উচ্ছ্বাসিত হয়ে ভিডিওটি নিজের ফেসবুকে পোস্ট করেন ক্যাপ্টেন। ক্যাপশনে লিখেছেন ‘দ্রুত শিখছে’। বোঝাই যাচ্ছে, বাবা মতোই দ্রুত শেখার মানসিকতা নিয়ে বেড়ে উঠছে সাহেল। সেক্ষেত্রে, ভবিষ্যতে যে আরেকজন মাশরাফিকে পেতে যাচ্ছে বাংলাদেশ, তাতে সন্দেহ নেই।