ঢাকায় ২৮ জানুয়ারি থেকে ৭৮ ঘণ্টা মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে
প্রকাশিত জানুয়ারি ১৩, ২০২০, ১১:০৭ পূর্বাহ্ণ

ঢাকায় ২৮ জানুয়ারি থেকে ৭৮ ঘণ্টা মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে
অনলাইন রিপোর্ট | আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ উপলক্ষে রাজধানীতে আগামী ২৮ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ৭৮ ঘণ্টা মোটরসাইকেল চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ ইসি’র উপ-সচিব মাহফুজা আক্তার স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনা সড়ক পরিবহন ও সেতুমন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবের কাছে পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে-ভোটগ্রহণ উপলক্ষে ২৮ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি সকাল ৬টা পর্যন্ত মোট ৭৮ ঘণ্টা দুই সিটি করপোরেশন নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে। এজন্য জেলা প্রশাসককে প্রয়োজনীয় নির্দেশনা দেয়ার জন্য বলেছে ইসি।
মোটরসাইকেলের ওপর নিষেধাজ্ঞা দেয়ার নির্দেশনা ছাড়াও বেশকিছু যান চলাচলের ওপর বাধা-নিষেধ আরোপ করছে ইসি।
Related
error: Content is protected !!