সংবাদ শিরোনাম :
মেয়েদের চাকুরির নামে অশ্লীলতা ও প্রতারণাই দীদারের নেশা!
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০২:৩২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০১৯ ১৪৯ বার পড়া হয়েছে
সকালের সংবাদ ডেস্ক;
টেলিভিশন সহ কয়েকটি চ্যানেলের চেয়ারম্যান পরিচয়ধারী তিনি মেয়েদের চাকুরির নামে অশ্লীল প্রস্তাব ও বেতন না দিয়ে প্রতারণা তার আসল কাজ। যখন খুশি যে কাউকে এসব অবৈধ প্রতিষ্ঠানের ডিরেক্টর সহ আড় পদ প্রদান করে অর্থ আত্মসাৎ ও পারিশ্রমিক না দিয়ে প্রতারণা করাটা এক ধরনের নেশা ও পেশা এই প্রতারক দিদারের। তার নাকি আছে অসীম ক্ষমতা এমন ভয়ও দেখান ভুক্তভোগীদের।
এসব চ্যানেলে অফিসিয়াল ও সংবাদ মাধ্যমে মেয়েদের চাকুরির নামে নারী ভোগ করার সুযোগ সন্ধানী দীদার হোসাইন বেতন না দিয়ে করেন প্রতারণা। বেতন দেওয়ার কথা বলে চাকুরি দিয়ে কিছু অবৈধ আমদানি করা পন্য সামগ্রি বিক্রির অফার দেয় কমিশনে এছাড়াও নারীদের কে তার ভোগের পন্য বানাতেও অফার দেয়।
দীদার হোসাইনের এমন অসংখ্য প্রতারণা ও অপরাধে খবর পরবর্তী পর্বে চোখ রাখুন সকালের সংবাদে…