ঢাকা ১২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নিবন্ধন অধিদপ্তরের দুর্নীতির সম্রাট সালাম আজাদ! Logo ইন্সপেক্টর রেজায়ে রাব্বীর বিষয়ে বিভ্রান্তি নিরসনে ফায়ার সার্ভিসের বক্তব্য Logo স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লাটিম ঘুরাচ্ছেন ৬ ‘কুতুব’ Logo ওয়াসা প্রকৌশলী ফকরুলের আমলনামা: অবৈধ সম্পদের সাম্রাজ্য Logo আশা ইউনিভার্সিটির আইন বিভাগে নবীন বরণ অনুষ্ঠিত Logo চাঁদার টাকা না পেয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা Logo সাংবাদিকদের হত্যা চেষ্টার ঘটনায় চ্যানেল এস এর কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা Logo জামিনে মুক্ত রিজেন্টের চেয়ারম্যান সাহেদ Logo স্বাস্থ্য খাতে দুর্নীতির রাঘব বোয়াল বায়ো ট্রেড ধরাছোঁয়ার বাইরে Logo ছাত্র আন্দোলনে গণহত্যায় জড়িত ফায়ার সার্ভিস কর্মকর্তা রাব্বি লাপাত্তা




পল্লবীর আড্ডুর অটো রিক্সার বেপরোয়া চাঁদাবাজি! পর্ব -১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৩:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০১৯ ২২১ বার পড়া হয়েছে

জাহিদ হাসান রেহানঃ রাজধানীর পল্লবী এলাকায় অটো রিকশার চাঁদাবাজির রাজত্ব  গড়ে তুলেছেন যুবলীগ পদপ্রার্থী আড্ডু। তার চাঁদাবাজিতে অসহায় হয়ে পড়েছেন গরীব চালক সহ মালিকগন।

সুত্র জানায়, আড্ডু যুবলীগের বড় পদ পেতে বেপরোয়া হয়ে উঠে। এমন চাঁদাবাজির শুধু মাত্র যুবলীগে পদ পেতেই গত কয়েক বছর ধরে চালিয়ে যাচ্ছেন কথিত যুবলীগ নেতা গত আড্ডু। কয়েক বছর যাবৎ বেপরোয়া চাঁদাবাজিতে মত্ত থেকে তিনি শত কোটি অবৈধ টাকার মালিক হয়েছেন। মোটা অংকের ঘুষ দিয়ে যুবলীগে পদ পাবার জন্য মিরপুরের সকল কিছুতেই তার চাঁদাবাজি নিশ্চিত করে যাচ্ছেন দিন দিন। স্থানীয় এমপি থেকে  শুরু করে সকল পর্যায়ের নেতাদের সাথে সখ্যতা গড়েছেন আরো আগেই। পল্লবী থানা যুবলীগের এক নেতাকে ঢাল বানিয়ে তার আস্কারাতেই আড্ডু বেশ কয়েক বছর যাবৎ নির্বিঘ্নে চালিয়ে যাচ্ছেন অটো  রিক্সার চাঁদাবাজির সম্রাজ্য। সম্প্রতি সেই যুবলীগ নেতা বাপ্পি অটো রিক্সার চাঁদাবজির সাথে কোন ভাবেই যুক্ত না জানিয়ে দিলে বিপাকে পড়ে যায় এই কথিত যুবলীগ নেতা আডডু। নিজ ক্ষমতায় অটো রিক্সার কোটি টাকা চাঁদা ধরে রাখার জন্য তিনি পল্লবী থানা পুলিশের যোগসাজশে বিভিন্ন আওয়ামীনেতার কাছে পাঠিয়ে দেন মোটা অংঙ্কের মাসোহারা এমনটাই জানিয়েছেন এলাকার একজন নেতা। জানা যায় এই অটো রিক্সার চাদার টাকা দিয়ে আড্ডু দেশের বিভিন্ন জায়গায় নামে বেনামে কোটি কোটি টাকার সম্পদ গড়েছেন। তার ক্ষমতার বৃদ্ধির জন্য একাকায় গড়েছেন নিজেস্ব কিশোর গ্যাং বাহিনী। নাম প্রকাশ্যে অনিচ্ছুক আড্ডুর এক ঘনিষ্ঠ সহযোগী বলেন আড্ডুর শুরুটা এলাকার ফুটপাথের মাসে ২০০ টাকা চাঁদার মধ্যে হলেও এখন তা ছাড়িয়ে হয়েছে কয়েক কোটি হয়। সরজমিনে পল্লবী এলাকা ঘুরে জানা যায় শুধু অটো রিক্সার থেকেই আড্ডু প্রতি মাসে প্রায় দুই কোটি টাকা আয় হয়। এছাড়া এলাকার ফুটপাথ, জুয়া ও বিভিন্ন অবৈধ্য ব্যবসা থেকে তার আয় হয় আরো কয়েক কোটি টাকা।  বাউনিয়া এলাকার একাধিক অটোরিক্সা মালিক এই প্রতিবেদককে বলেন আগে অটোরিক্সার কার্ডের দাম ১৩০০ টাকা করে নিতো সামনে যুবলীগের কমিটি হবে মোটা টাকা ঘুষ লাগবে বলে প্রতি কার্ডের দাম দুই হাজার পাঁচশো করে দিকে বলেছে আর তার কার্ড না নিলে সব রিক্সা কেড়ে নিবে বলেও শাসিয়ে গেছে। অনেক রিক্সা চালক অভিযোগ করে বলেন আড্ডুর কাড না নিলে অনেক লোকজন সাথে এনে ধরে নিয়ে যেয়ে অনেক মারধর করে রিক্সা কেড়ে রেখে দেয়। নাম না প্রকাশ করার শর্তে এক গ্যারেজ মালিক বলেন আমরা থানার ওসি ইমরানের জন্য প্রতি মাসে সব গ্যারেজ মালিকরা কয়েক লক্ষ টাকা ইব্রাহিমের কাছে দিই তারপরও আড্ডুর কোন কথা না শুনলে  পল্লবীর ইমরান ওসিরে বলে ইয়াবা মামলা দিয়ে ভিতরে ঢুকানোর হুমকি দেয় আড্ডু। স্থানীয় এক যুবলীগ নেতা জানান কিছু দিন আগে পল্লবীর যুবলীগের অহংঙ্কার যুবলীগ নেতা বাপ্পি চৈৗধুরী তাকে এসব চাঁদাবাজি বন্ধ করতে বলায় আড্ডু বিভিন্ন মাধ্যমে বাপ্পিকে তার পদ থেকে বহিস্কার বা তাকে হেয় প্রতিপন্ন করতে ছুটোছুটি করছেন বলে আমরা শুনেছি। যুবলীগের একাধিক কর্মী বলেন আমাদের ধারণা এই চাঁদাবাজ আড্ডু বি এন পি জামাতের সাথে আতাত করে যুবলীগের সুনাম নষ্ট করতেই যুবলীগের নামে প্রকাশ্যে চাঁদাবজি করে বেড়াই।  এখন চাঁদাবাজ এই আডডু হতে চায় পল্লবীর যুবলীগের নেতা। চাঁদাবাজ আড্ডুর পরিচয়, কি তার ব্যবসা বাণিজ্য? হঠাৎ করে তার আঙ্গুল ফুলে কলাগাছের মতো কোটিপতি হওয়াটা বেশখানিকটাই ভাবিয়ে তুলেছে স্থানীয় এলাকাবাসী ও যুবলীগের নেতাদেরকে ? কাদের কাঁধে ভর করে চলে তার বেশুমার চাঁদাবাজি।

এবিষয়ে আড্ডুর বক্তব্য জানতে তার মুঠোফোনে কল দিলে তিনি রিসিভ করেননি।

বিস্তারিত জানতে চোখ রাখুন…

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :




পল্লবীর আড্ডুর অটো রিক্সার বেপরোয়া চাঁদাবাজি! পর্ব -১

আপডেট সময় : ০৩:৩৩:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০১৯

জাহিদ হাসান রেহানঃ রাজধানীর পল্লবী এলাকায় অটো রিকশার চাঁদাবাজির রাজত্ব  গড়ে তুলেছেন যুবলীগ পদপ্রার্থী আড্ডু। তার চাঁদাবাজিতে অসহায় হয়ে পড়েছেন গরীব চালক সহ মালিকগন।

সুত্র জানায়, আড্ডু যুবলীগের বড় পদ পেতে বেপরোয়া হয়ে উঠে। এমন চাঁদাবাজির শুধু মাত্র যুবলীগে পদ পেতেই গত কয়েক বছর ধরে চালিয়ে যাচ্ছেন কথিত যুবলীগ নেতা গত আড্ডু। কয়েক বছর যাবৎ বেপরোয়া চাঁদাবাজিতে মত্ত থেকে তিনি শত কোটি অবৈধ টাকার মালিক হয়েছেন। মোটা অংকের ঘুষ দিয়ে যুবলীগে পদ পাবার জন্য মিরপুরের সকল কিছুতেই তার চাঁদাবাজি নিশ্চিত করে যাচ্ছেন দিন দিন। স্থানীয় এমপি থেকে  শুরু করে সকল পর্যায়ের নেতাদের সাথে সখ্যতা গড়েছেন আরো আগেই। পল্লবী থানা যুবলীগের এক নেতাকে ঢাল বানিয়ে তার আস্কারাতেই আড্ডু বেশ কয়েক বছর যাবৎ নির্বিঘ্নে চালিয়ে যাচ্ছেন অটো  রিক্সার চাঁদাবাজির সম্রাজ্য। সম্প্রতি সেই যুবলীগ নেতা বাপ্পি অটো রিক্সার চাঁদাবজির সাথে কোন ভাবেই যুক্ত না জানিয়ে দিলে বিপাকে পড়ে যায় এই কথিত যুবলীগ নেতা আডডু। নিজ ক্ষমতায় অটো রিক্সার কোটি টাকা চাঁদা ধরে রাখার জন্য তিনি পল্লবী থানা পুলিশের যোগসাজশে বিভিন্ন আওয়ামীনেতার কাছে পাঠিয়ে দেন মোটা অংঙ্কের মাসোহারা এমনটাই জানিয়েছেন এলাকার একজন নেতা। জানা যায় এই অটো রিক্সার চাদার টাকা দিয়ে আড্ডু দেশের বিভিন্ন জায়গায় নামে বেনামে কোটি কোটি টাকার সম্পদ গড়েছেন। তার ক্ষমতার বৃদ্ধির জন্য একাকায় গড়েছেন নিজেস্ব কিশোর গ্যাং বাহিনী। নাম প্রকাশ্যে অনিচ্ছুক আড্ডুর এক ঘনিষ্ঠ সহযোগী বলেন আড্ডুর শুরুটা এলাকার ফুটপাথের মাসে ২০০ টাকা চাঁদার মধ্যে হলেও এখন তা ছাড়িয়ে হয়েছে কয়েক কোটি হয়। সরজমিনে পল্লবী এলাকা ঘুরে জানা যায় শুধু অটো রিক্সার থেকেই আড্ডু প্রতি মাসে প্রায় দুই কোটি টাকা আয় হয়। এছাড়া এলাকার ফুটপাথ, জুয়া ও বিভিন্ন অবৈধ্য ব্যবসা থেকে তার আয় হয় আরো কয়েক কোটি টাকা।  বাউনিয়া এলাকার একাধিক অটোরিক্সা মালিক এই প্রতিবেদককে বলেন আগে অটোরিক্সার কার্ডের দাম ১৩০০ টাকা করে নিতো সামনে যুবলীগের কমিটি হবে মোটা টাকা ঘুষ লাগবে বলে প্রতি কার্ডের দাম দুই হাজার পাঁচশো করে দিকে বলেছে আর তার কার্ড না নিলে সব রিক্সা কেড়ে নিবে বলেও শাসিয়ে গেছে। অনেক রিক্সা চালক অভিযোগ করে বলেন আড্ডুর কাড না নিলে অনেক লোকজন সাথে এনে ধরে নিয়ে যেয়ে অনেক মারধর করে রিক্সা কেড়ে রেখে দেয়। নাম না প্রকাশ করার শর্তে এক গ্যারেজ মালিক বলেন আমরা থানার ওসি ইমরানের জন্য প্রতি মাসে সব গ্যারেজ মালিকরা কয়েক লক্ষ টাকা ইব্রাহিমের কাছে দিই তারপরও আড্ডুর কোন কথা না শুনলে  পল্লবীর ইমরান ওসিরে বলে ইয়াবা মামলা দিয়ে ভিতরে ঢুকানোর হুমকি দেয় আড্ডু। স্থানীয় এক যুবলীগ নেতা জানান কিছু দিন আগে পল্লবীর যুবলীগের অহংঙ্কার যুবলীগ নেতা বাপ্পি চৈৗধুরী তাকে এসব চাঁদাবাজি বন্ধ করতে বলায় আড্ডু বিভিন্ন মাধ্যমে বাপ্পিকে তার পদ থেকে বহিস্কার বা তাকে হেয় প্রতিপন্ন করতে ছুটোছুটি করছেন বলে আমরা শুনেছি। যুবলীগের একাধিক কর্মী বলেন আমাদের ধারণা এই চাঁদাবাজ আড্ডু বি এন পি জামাতের সাথে আতাত করে যুবলীগের সুনাম নষ্ট করতেই যুবলীগের নামে প্রকাশ্যে চাঁদাবজি করে বেড়াই।  এখন চাঁদাবাজ এই আডডু হতে চায় পল্লবীর যুবলীগের নেতা। চাঁদাবাজ আড্ডুর পরিচয়, কি তার ব্যবসা বাণিজ্য? হঠাৎ করে তার আঙ্গুল ফুলে কলাগাছের মতো কোটিপতি হওয়াটা বেশখানিকটাই ভাবিয়ে তুলেছে স্থানীয় এলাকাবাসী ও যুবলীগের নেতাদেরকে ? কাদের কাঁধে ভর করে চলে তার বেশুমার চাঁদাবাজি।

এবিষয়ে আড্ডুর বক্তব্য জানতে তার মুঠোফোনে কল দিলে তিনি রিসিভ করেননি।

বিস্তারিত জানতে চোখ রাখুন…