জনপ্রিয় অনলাইন সকালের সংবাদে সাংবাদিক নিয়োগঃ
- আপডেট সময় : ১১:৩৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০১৯ ১৬৮ বার পড়া হয়েছে
সকালের সংবাদ বিজ্ঞপ্তি;
দেশ বিদেশের কোটি পাঠকের জনপ্রিয়, অপরাধ অনুসন্ধানী অনলাইন সকালের সংবাদ। এই পত্রিকায় সংবাদ সংগ্রহের জন্য দেশের সকল জেলা-উপজেলা ও দেশের বাইরে সকল এলাকায় সত্য প্রকাশে সাহসী, সৎ ও কর্মঠ কিছু পুরুষ ও মহিলা সংবাদকর্মী নিয়োগ করা হবে।
আপনি যদি সাংবাদিকতা পেশায় সম্পৃক্ত হতে চান, যদি হোন মেধাবী, উদ্যোবী ও পরিশ্রমী এবং সংবাদের পেছনের সংবাদ খুঁজে বের করার মত যদি থাকে সাহসিকতা ও কর্মদক্ষতা তাহলে আমরা আপনাকরই খুজছি।
আগ্রহী প্রার্থীগন পূর্ণ জীবনবৃত্তান্ত প্রেরন করুন।
সকালের সংবাদ পত্রিকায় সাংবাদিক নিয়োগ প্রক্রিয়ায় অংশ গ্রহণ করতে চাইলে নিচের দেওয়া নির্ধারিত ইমেইলে সিভি এবং ছবি পাঁঠাতে হবে।
আবেদন করার ৭২ ঘন্টা বা ৩ দিনবের মধ্যে সকালের সংবাদ নিয়োগ পর্যবেক্ষণ টিম যাচাই- বাচাই ও সিভি পর্যালোচনা করে আপনার মোবাইল বা ই-মেইলের মাধ্যমে সকালের সংবাদের সাথে সংবাদ প্রতিনিধি হিসাবে কাজ করতে পারবে কি না তা নিশ্চিত করবে।
শিক্ষা ও যোগ্যতাঃ
উপজেলা প্রতিনিধিঃ যেকোনো বিষয় থেকে স্নাতক পাস বা সাধারন ডিগ্রী, এইচএসসি পাশ প্রার্থীরা আবেদন করতে পারবেন। অপরাধ অনুসন্ধানে সাহসী ও উৎসুক হতে হবে।
♦ প্রতিনিধিদের নিজস্ব এলাকা থেকে বিজ্ঞাপন সংগ্রহ করার যোগ্যতা থাকতে হবে।
প্রতিনিধিদের সুযোগ সুবিধাঃ
নিয়োগ প্রাপ্ত সকল প্রতিনিধিদের সুদৃশ্য আই ডি কার্ড, নিয়োগ পত্র, লোগো সমৃদ্ধ ফিতা প্রদান করা হবে, পর্যায়ক্রমে সকল প্রতিনিধিদের সম্মানি প্রদান করা হবে।এছাড়াও (সংবাদ সংগ্রহের জন্য প্রশাসনিক ও আইনি সহায়তার জন্য প্রধান কার্য্যালয় প্রতিনিধিদের পাশে থাকবে)।
সাংবাদিক নিয়োগ প্রক্রিয়ায় অংশ গ্রহণ করার নিয়মঃ
♦ নিজের ইমেইল থেকে অনলাইনে সিভি / জীবন বৃত্তান্ত পাঠাতে হবে। ইমেইল [ jobs.sokalersongbad@gmail.com ] {মুঠোফোনঃ ০১৯১১৩৪১০৮২}
♦ যে এলাকায় আপনি অবস্থান করবেন সেই এলাকার জন্য আবেদন করবেন।
চুড়ান্ত নির্বাচন প্রক্রিয়াঃ
কর্মঠ, সৎ ও কর্তৃপক্ষের প্রতি অনুগত প্রার্থীদের বাছাই করা হবে।
♦ আবেদন করার ৭২ ঘন্টা বা ৩ দিনের মধ্যে যাচাই-বাচাই করে সংবাদ প্রতিনিধি হিসাবে কাজ করতে পারবে কি না তা নিশ্চিত করবে।