ট্রাফিক আইন অমান্যে ২৪ ঘন্টায় ৫৬২৮ মামলা
- আপডেট সময় : ০৭:০৯:৫১ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০১৯ ১১৬ বার পড়া হয়েছে
The fresh paving on the main thoroughfare in Strawberry called for a Belly on the Road photo. You can only do these by getting down to the ground. Right across from my mailbox.
হাফিজুর রহমান শফিক; রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৫৬২৮টি মামলায় ২৬,৫৮,৩৫০ টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র ট্রাফিক বিভাগ। এছাড়াও অভিযানকালে ৩৬টি গাড়ি ডাম্পিং ও ৭৮৪টি গাড়ি রেকার করা হয়েছে।
ডিএমপি’র ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, উল্লেখযোগ্য মামলার মধ্যে রয়েছে হাইড্রোলিক হর্ণ ব্যবহার করার দায়ে ১৩৪টি, হুটার ও বিকনলাইট ব্যবহার করার জন্য ১টি, উল্টোপথে গাড়ি চালানোর কারণে ১১১৭টি গাড়ির বিরুদ্ধে মামলা, স্টিকার ব্যবহার করার জন্য ২টি, মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর জন্য ১২টি গাড়ির বিরুদ্ধে মামলা, ট্রাফিক আইন অমান্য করার কারণে ১৭৭০টি মোটর সাইকেলের বিরুদ্ধে মামলা ও ৯৪টি মোটর সাইকেল আটক করা হয়। সেই সাথে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করার অপরাধে চালকের বিরুদ্ধে ৮টি মামলা করা হয়।
২৫ এপ্রিল, ২০১৯ দিনভর ডিএমপি’র ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা করা হয়।
ডিএমপি’র ট্রাফিক বিভাগের দৈনন্দিন কার্যক্রমের অংশ হিসেবে রাজধানীতে এ অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে।