একচেটিয়া লিফট সরবরাহ চুক্তি: ওয়ালটনের টাকায় শেখর সহ গণপূর্ত’ চার প্রকৌশলীর বিদেশ ভ্রমণ!

- আপডেট সময় : ০৬:৪৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫ ৬৮ বার পড়া হয়েছে

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

বিশেষ প্রতিবেদক: বিদেশি লিফট প্রচার করে দেশি কোম্পানি ওয়ালটনের লিফট গণপূর্তে ব্যবহার করতে দুর্নীতিবাজ প্রকৌশলীদের একটি সিন্ডিকেট ইতালিতে ভ্রমণ গেছেন। এই চার প্রকৌশলী ইতালি ভ্রমণ করতে যত টাকা খরচ হয়েছে তার পুরো টাকাই দিয়েছেন ওয়ালটন কোম্পানি। যা নিয়ে ইতিমধ্যে গণপূর্ত অধিদপ্তরের আলোচনা-সমালোচনা ও ক্ষোভের ঝড় বইছে।
চুক্তি মতো ওয়ালটন কোম্পানি লিফটে বিদেশি লিফট এর সমতুল্য হিসেবে অবৈধভাবে ঘোষণা করা এবং তাদের একচেটিয়া ব্যবসার দুয়ার খুলে দেওয়া। বিষয়টি জানাজানি হলেও অতিরিক্ত প্রধান প্রকৌশলী আশরাফুল হক বিষয়টা নিয়ে রহস্যজনক নিরবতা পালন করেছেন । অতিরিক্ত প্রধান প্রকৌশলী আশরাফুল হকের এই রহস্যজনক ভূমিকাকে নিরব দুর্নীতি হিসেবে আখ্যায়িত করেছেন গণপূর্ত অধিদপ্তরের বিশিষ্টজনেরা।
কেউ যেন বুঝতে না পারে তা-ই এই ট্যুরের সম্পূর্ণ আয়োজনে ওয়ালটনের নামটি কে উহ্য রাখা হয়েছে, এমনকি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় কে অন্ধকারে রেখে কর্মকর্তারা এই অবৈধ ট্যুরে গিয়েছেন। এই ট্যুরের সকল কাগজ পত্র একটি ইটালিয়ান কোম্পানির নামে আসলে ও মূলত ওই কোম্পানি একটি স্পেয়ার পার্টস বানানোর কোম্পানি। তারা কোনো লিফট উৎপাদনকারী প্রতিষ্ঠান নয়।
তাহলে, লিফট দেখতে যাওয়ার কথা বলে তারা আসলে লিফটের পার্টস দেখে আসলেন । এমিরাত এয়ারলাইন্সের স্পেশাল ফ্লাইটে বেশ ঢাকঢোল পিটিয়ে গণপূর্ত অধিদপ্তরের চারজন প্রকৌশলীকে নিয়ে যাওয়া হয়। এভাবেই বিশাল অঙ্কের টাকার বিনিময়ে চুক্তি করা হয় তারা যেন ওয়ালটন কোম্পানির লিফটকে বিদেশি লিফটের সমতুল্য ঘোষণা করে।
এই বিষয়ে মন্ত্রণালয়কে সম্পূর্ণ অন্ধকারে রাখার বিষয়টি আসলেই দুর্ভাগ্যজনক এবং দুঃখজনক যেখানে কিনা বর্তমানে বাংলাদেশের অন্তবর্তীনকালীন সরকার এর আগে বিদেশ টুরের বিষয়ে বিশেষ নিষেধাজ্ঞা আরোপ করেছেন।
এরই মধ্যে আওয়ামী ফ্যাসিবাদী সরকার সমার্থক ওয়াল্টন কোম্পানি কর্তৃপক্ষ গণপূর্ত অধিদপ্তরের অবৈধ সুবিধাবাদী আওয়ামী ফ্যাসিবাদী প্রকৌশলীদের বিদেশ ভ্রমণের অবৈধ টোপে ফেলে গণপূর্তের সকাল অফিসে একচেটিয়াভাবে লিফট সরবরাহের টেন্ডার পাওয়ার জন্য মরিয়া হয়ে পড়েছেন। এরই মধ্যে চার সদস্যের একটি প্রকৌশলীর দল ও একজন প্রকৌশলীর স্ত্রী ও ছিলেন। এই টিমে রয়েছে তত্ত্বাবধায়ক প্রকৌশলী শেখর চন্দ্র বিশ্বাস, নির্বাহী প্রকৌশলী নাজমুল আলম রব্বানী, কাজী মাশফিক আহমেদ এবং মোর্শেদ ইকবাল রয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
গণপূর্ত অধিদপ্তরের সংশ্লিষ্ট একটি সুত্রের দাবি, ওয়ালটন কোম্পানির লিফট একচেটিয়াভাবে গণপূর্ত অধিদপ্তরের সিডিউলে ঢুকানোর জন্য অবৈধভাবে টাকার বিনিময়ে গণপূর্ত অধিদপ্তরের একটি বিশেষ টিম কাজ করছে । যারা ছলে-বলে-কলে ও কৌশলে ওয়ালটন কোম্পানি লিফট একচেটিয়া ভাবে গণপূর্ত অধিদপ্তরের সকল টেন্ডার পাইয়ে দিতে কাজ করছে। যেনো গণপূর্ত অধিদপ্তরের আওতায় সারা বাংলাদেশে অবস্থিত গণপূর্তের অফিসে ওয়ালটন কোম্পানির তৈরি লিফট একচেটিয়া টেন্ডারের মাধ্যমে স্থাপনের জন্য চেষ্টা করছেন।
গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো: শামীম আখতার এর প্রত্যক্ষ মদদ আছে বলে জানিয়েছেন গণপূর্ত অধিদপ্তরের সংশ্লিষ্ট একটি সূত্র। এছাড়াও আরও মদদদাতা ছিলেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী আশরাফুল হক। গত সপ্তাহে গণপূর্ত অধিদপ্তরের চারজনের একটি টিম ওয়ালটন কোম্পানির ফ্রি বিদেশ ট্যুরে গেছে। এই বিদেশ ট্যুরে নেওয়ার মূল লক্ষ্য হলো ওয়ালটন কোম্পানির বাংলাদেশি লিফটকে বিদেশি লিফটের সমতুল্য হিসেবে নতুন শিডিউলে ঘোষণা করা।
তারা ইটালি ট্যুরের নাম করে ইউরোপে ওয়ালটনের টাকায় ঘুরে বেড়িয়েছেন । এর মধ্যে একজন কর্মকর্তা তার স্ত্রীকে পর্যন্ত ঘুরাতে নিয়ে গিয়েছেন। এই ট্যুর এর সম্পূর্ণ ব্যয়ভার বহন করেছে ওয়ালটন কোম্পানি ।