ডায়মন্ড ওয়ার্ল্ডে ঈদের কেনাকাটায় দশ লক্ষ টাকা জেতার সুযোগ

- আপডেট সময় : ০৭:৪৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২ ১০৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:
ঈদের আনন্দকে বাড়িয়ে দিতে বিশ্ব সেরা ডিজাইন ও গুনগত মান এর পাশাপাশি এই ঈদে ডায়মন্ড ওয়ার্ল্ড দিচ্ছে প্রতিটি কেনাকাটায় স্ক্রাচ কার্ড এর মাধ্যমে ডায়মন্ড, গোল্ড ও প্লাটিনাম এর সকল জুয়েলারীতে নিশ্চিত ইন্সট্যান্ট (সাথে-সাথে) ক্যাশ ব্যাক। এছাড়াও সকল ডায়মন্ড জুয়েলারী উপর ২৫% ডিসকাউন্ট সহ ইএমআই (কিস্তি) সুবিধা। ক্রেতারা সুযোগটি গ্রহণ করতে পারবে সারা দেশের ডায়মন্ড ওয়ার্ল্ড এর সকল শোরুম থেকে শুধুমাত্র চাঁদরাত পর্যন্ত।
এছাড়া অনলাইন অর্ডারে রয়েছে সকল ডায়মন্ড জুয়েলারীতে ২৭% ছাড়, ফ্রি হোম ডেলিভারি সহ ইএমআই (কিস্তি) সুবিধা এবং স্পেশাল স্ক্রিমের জুয়েলারী। অফারটি চলবে চাঁদরাত পর্যন্ত শুধুমাত্র অনলাইনে। আর শোরুম এবং অনলাইন এর প্রতিটি কেনাকাটায় থাকছে নিশ্চিত আকর্ষনীয় উপহার এবং র্যা ফেল ড্র এর মাধ্যমে ১০ লক্ষ টাকা জেতার সুযোগ।
বিস্তারিত জানতে (২৪/৭) কল করা যাবে ০১৭১৩-১৯৯২৭০ নম্বরে এবং ভিজিট করা যাবে https://www.diamondworldltd.com/eid-2022 লিংকে।