নিজের মেয়ের নগ্ন ছবি দিয়ে প্রতারণার দায়ে বাবার ৩৫ বছরের জেল
- আপডেট সময় : ১০:২৭:০১ অপরাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১ ১৪৮ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক;
নিজের মেয়ের নগ্ন ছবি এক কিশোরকে পাঠিয়ে প্রতারণার দায়ে ৩৫ বছরের জেল হয়েছে এক নারীর।
তার নাম লিন্ডা পাওলিনি(৪৫), আমেরিকার ফিলাডেলফিয়ার বাসিন্দা।
তার বিরুদ্ধে অভিযোগ, নিজের মেয়ের নগ্ন ছবি এক কিশোরকে পাঠাত সে।
নিজের মেয়ের ছবি পাঠিয়ে ওই কিশোরকে সে বোঝাতে চেয়েছিল, আসলে সেই ওই কিশোরী।
ওই যুবককে প্রলোভন দেখিয়ে শিশু পর্নোগ্রাফিও তৈরি করিয়ে নিয়েছিল সে। ছেলেটি বুঝতেই পারেনি যে সে ১৬ বছরেরে কোনও মেয়েকে মেসেজ করছে না। এই ছবি পাঠিয়ে ওই কিশোরের থেকে নগ্ন ছবি, ভিডিও চেয়ে পাঠাতে থাকে অভিযুক্ত মা।
আদালত জানিয়েছে, খুব ঠাণ্ডা মাথায জঘন্য এক অপরাধ করেছে ওই মহিলা। ওই কিশোরকে নিজের নগ্ন ছবি পাঠাতে বাধ্য করেছে।
হিসাব করে দেখা গিয়েছে, শেষ কয়েক মাসের মধ্যে ৫০ হাজার মেসেজ দেওয়া নেওয়া হয়েছে তাদের মধ্যে।
পুলিশ জানিয়েছে, মানসিক ভাবে অসুস্থ লিন্ডা পাওলিনি। সেই কারণেই সে এরকম কাণ্ড ঘটিয়েছে।
শুধু ওই কিশোর নয়, আরও দু’জনের সঙ্গে সে একই মেসেজ দেওয়া নেওয়া করত। পাওলিনির গতিবিধি তদন্ত করে দেখছে পুলিশ।