অপরাধমুক্ত এলাকা গড়তে বংশাল থানা ওসি শাহীন ফকিরের প্রত্যয়
- আপডেট সময় : ০৪:৫৭:০২ অপরাহ্ন, রবিবার, ২৭ ডিসেম্বর ২০২০ ১৪০ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: পুলিশ জনতার বন্ধু, জনতার রক্ষক, অপরাধমুক্ত সমাজ গঠনে পুলিশের ভূমিকাই হয় সবথেকে বেশি, তারই প্রমান ঢাকার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মোঃ শাহীন ফকির বি পি এম, অফিসার ইনচার্জ বংশাল থানা।
বংশাল থানায় ওসি শাহীন ফকির যোগদান করার পর থেকেই বংশাল এলাকায় নেই মাদকের আস্তানা, প্রতিনিয়তই মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীদের গ্রেফতার, বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধার করে বংশালকে মাদক মুক্ত করতে ওসি শাহীন ফকির নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি এই থানায় আসার পর মাদক সন্ত্রাস চাঁদাবাজি এক কথায় কোন ধরনের অপরাধমূলক কর্মকান্ড হয়না বলে জানিয়েছেন বংশাল থানার এলাকাবাসী, তারা বলেন, ওসি সাহেব আসার পর থেকে আমরা খুব শান্তিতে আছি, কোন অভিযোগ নেই আমাদের, যেকোন সময় যেকোন প্রয়োজনে ওসির সরনাপন্ন হলে ওসি সাহায্যের হাত বাড়িয়ে দেন বলে জানান সাধারন জনগন। শুধু তাইনা ভেজাল পন্যের কারখানা, অবৈধ গ্যাস ব্যবহারকারী কারখানা গুলোতেও নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছেন ওসি শাহীন ফকির। সব কাজে আলেম ওলামা ও মুরুব্বিদের পরামর্শ নিয়ে কাজ করেন ওসি শাহীন ফকির,
সংবাদ মাধ্যমের একান্ত সাক্ষাৎকারে ওসি শাহীন ফকির বলেন, জনগনের সেবা আমার ধর্ম ও কর্ম। তাদের কল্যাণে আমার সর্বোচ্চ নিয়োজিত করব। অপরাধমুক্ত বংশাল উপহার দেওয়া আমার দ্বায়িত্ব, জীবন চলে গেলেও এই বংশাল কোন মাদকের আস্তানা থাকতে দিবো না।
এইভাবে সততার সাথে কাজ করায় আজ তাকে পেয়ে গর্বিত বংশালবাসি, তারা মনে করেন শাহীন ফকিরের মতো ওসি প্রত্যেকটি থানায় থাকা দরকার। তাহলে সাধারণ মানুষের আইনের সুশাসন পেতে অসহায় চাতক পাখির মতো তাকিয়ে থাকতে হবে না।