দেওর-বৌদিকে এক বিছানায় দেখে ফেলেন স্ত্রী, পরকীয়ায় মর্মান্তিক পরিণতি

- আপডেট সময় : ০১:৪৫:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুলাই ২০১৯ ১৩০ বার পড়া হয়েছে

বিদেশ ডেস্ক;
ক্যানিংয়ের পর কুলতলি। আবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি। দেওরের সঙ্গে বৌদির পরকীয়া। তা দেখে ফেলায় প্রাণ গেল স্ত্রী। স্বামী, বড় জা মিলে খুন করল গৃহবধূকে। বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে এই হত্যাকাণ্ডের পরই শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে যায় বাড়ি ছেড়ে। পুলিশ জানিয়েছে, মৃতার নাম লালবানু মোল্লা। সাত বছর আগে লালবানুর বিয়ে হয়েছিল মেরিগঞ্জের তেঁতুলবেড়িয়ার আমিনউদ্দিন শেখের সঙ্গে। বিয়ের পর থেকেই স্বামীর সঙ্গে বৌদির সম্পর্ক রয়েছে সন্দেহ করতেন তিনি। লালবানুর বাপের বাড়ির লোকজনের অভিযোগ, বিয়ের বছর চারেক পরে দেওর-বৌদিকে এক বিছানায় দেখে ফেলেন লালবানু। তাদের আপত্তিকর অবস্থায় দেখে ফেলার পর থেকেই শুরু হয় লালবানুর উপর শারীরিক অত্যাচার শুরু হয় বলে অভিযোগ।
এরপর থেকে স্বামী-স্ত্রীর নিত্য কলহ লেগেছিল। পরিবারিক বিবাদ মেটাতে বেশ কয়েকবার সালিশি সভাও বসে। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। অভিযোগ, সোমবার রাতে ফের দেওর-বৌদিকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে লালবানু। এরপরই লালবানুকে দেওর-বৌদি মিলে খুন করে বলে অভিযোগ। মৃতার বাবা নুর মহম্মদ কুলতলি থানায় অভিযোগ দায়ের করেন।
পুলিশ এই ঘটনায় তদন্ত শুরু করেছে।
একদিন আগেই দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে ঘটে একই ঘটনা। বৌদির সঙ্গে পরকীয়ায় ধরা পড়ে স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করেন স্বামী। রাতে ঘুম থেকে উঠে স্ত্রী দেখেন স্বামী পাশে নেই। স্ত্রী উঠে গিয়ে দেখেন, বৌদির ঘরে তাঁর স্বামী। প্রতিবাদ করতেই তাঁকে খুন করা হয় বলে অভিযোগ।