গাড়ি ভাড়া চাওয়ায় চালককে পেটাল ছাত্রলীগ নেতারা!
- আপডেট সময় : ১১:১৯:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০১৯ ১০৬ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক;
মাইক্রোবাসে চড়ে ঘুরে আসার পর চালককে ভাড়া না মিটিয়ে উল্টো মারধরের অভিযোগ উঠেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে।
শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় এ মারধরের ঘটনা ঘটে।
সূত্র জানায়, গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাফিউল আলম দীপ্তসহ শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী স্থানীয় মাইক্রোবাসচালক ফারুককে নিয়ে চট্টগ্রামের বাঁশবাড়িয়া সমুদ্রসৈকতে বেড়াতে যান। সেখান থেকে এসে চালকের সঙ্গে ভাড়া নিয়ে কথাকাটাকাটি হয় তাদের।
পরে শুক্রবার বিকালে ভাড়া না মিটিয়ে ওই চালককে উল্টো মারধর করেন ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী।
তবে ছাত্রলীগের নেতারা বলছেন ভিন্ন কথা, দিনে বেড়ানোর খাতিরে রাতে ওই চালক নাকি তাদের হলে নেশা করতে এলে সাধারণ কর্মীরা তাকে মারধর করে।
তবে চালকের অভিযোগ, আমাকে পাঁচ হাজার টাকা চুক্তিতে ভাড়া করে নিয়ে যাওয়া হয়। পরে ঘুরে এসে তারা আমাকে তিন হাজার টাকা ধরিয়ে দেয়। আমি শুক্রবার বাকি টাকার জন্য দীপ্ত ভাইকে (ছাত্রলীগের এক নেতা) ফোন করলে তিনি আমাকে দত্ত হলে গিয়ে টাকা আনতে বলেন। পরে সেখানে গেলে তিনি আমাকে মাত্র পাঁচশত টাকা ধরিয়ে দেন।
ওই সময় আমি বাকি টাকা চাইলে তিনি আমার সঙ্গে অকাট্য ভাষায় কথা বলেন। এমনকি আমাকে হুমকিও দেন। পরে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উপপ্রচার সম্পাদক আলী বোখারীর নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী মিলে আমাকে মারধর করে।
এদিকে চালকের অভিযোগের বিষয়ে রাফিউল আলম দীপ্ত বলেন, মারধরের সঙ্গে ভাড়ার কোনো সম্পর্ক নাই। আমরা সারাদিন ঘুরে হলে ফিরলে ওই চালক কিছুক্ষণ পর নেশা করার জন্য ক্যাম্পাসে আসে। পরে আমরা দিলে সে ক্যাম্পাস থেকে বের হয়ে আমাদের দেখা নেয়ার হুমকি দেয়। এতে হলের সাধারণ নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে পরদিন তাকে মারধর করে।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন, আমরা ঘটনাটি শুনেছি। এখন সত্যতা যাচাই করে যে অপরাধী তার বিরুদ্ধে ব্যবস্থা নেব।