বিনোদন ডেস্ক: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বলিউড কিং শাহরুখ খানের মেয়ে সুহানা খানের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ওই ভিডিও দেখে কেউ কেউ মন্তব্য করেছেন অভিনয় করলে সুহানা বাবাকেও ছাপিয়ে যেতে পারেন।
ভিডিওতে দেখা যায় জিনস, ফুলহাতা টপ পরে বিশেষ একটি প্রজেক্টের জন্য শট দিচ্ছেন সুহানা। সেই সঙ্গে ডায়লগ বলছেন অবলীলায়। তবে ঠিক কোন প্রজেক্টের জন্য শুটিং করছিলেন সুহানা এখন পর্যন্ত তা কেউই খোলসা করেনি।
কিছুদিন আগেই লন্ডনে একটি নাটকে জুলিয়েটের চরিত্রে অভিনয় করেছিলেন সুহানা খান। মেয়ের সেই অভিনয় দেখতে ‘জিরো’র প্রমোশনের ফাঁকে একদিনের জন্য তা দেখতেও সেখানে উড়ে গিয়েছিলেন শাহরুখ খান।
এর আগে দিল্লিতে সুহানার মঞ্চের পারফরম্যান্স দেখে প্রশংসা করেছিলেন স্বয়ং শাবানা আজমিও।
সুহানা খান অভিনয় করবে কিনা- এ নিয়ে বহুবার প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে শাহরুখ খানকে। জবাবে প্রায় প্রতিবারই তিনি মেয়ের পড়াশোনার ওপর জোর দিয়েছেন। তবে সেই সঙ্গে এও জানিয়েছেন মেয়ের ওপর কোনো কিছু চাপিয়ে দিতে চান না তিনি।