বিশ্বকাপ মাঠে হঠাৎ মৌমাছির আক্রমণ, বাঁচাতে মাঠেই লুটে পড়েন সবাই
- আপডেট সময় : ০৮:৫৬:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০১৯ ১১২ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক:
ইংল্যান্ডের চেস্টার লে স্ট্রিটের রিভারসাইড গ্রাউন্ডে মুখোমুখি দক্ষিণ আফ্রিকার ও শ্রীলঙ্কা। সেমিফাইনালের উঠার লড়াইয়ে টস হেরে ব্যাট করতে নেমে লঙ্কানরা। এ ম্যাচে ঘটে অনাকাঙ্খিত এক ঘটনা।
ইনিংসের ৪৮তম ওভারের খেলা চলছিল তখন। মৌমাছির হঠাৎ আক্রমণের কারণে মাঠের মধ্যেই লুটে পড়েন দুই দলের ক্রিকেটার ও আম্পায়াররা। আর সেজন্য কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় খেলাটি।
এ নিয়ে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার লড়াইয়ে দ্বিতীয়বার এ ঘটনাটি ঘটল। এর আগে ২০১৭ সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকার জোহনের্সবার্গ মাঠে শেষবার এই দুই দলের ম্যাচে মৌমাছি আক্রমণ করেছিল।
মৌমাছির আক্রমণের পর খেলা মাঠে গড়ালে ৪৯.৩ ওভার শেষে সবক’টি উইকেট হারিয়ে ২০৩ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। দলের পক্ষে সর্বোচ্চ ৩০ রান সংগ্রহ করেন কুশল পেরেরা এবং অভিষেক ফার্নান্দো।
বিশ্বকাপ থেকে ছিটকে পড়া দক্ষিণ আফ্রিকা জয়-পরাজয় নিয়ে খুব একটা চিন্তা নেই। কিন্তু এখনও সেমিফাইনাল খেলার স্বপ্ন টিকে থাকায়, এ ম্যাচে জয়টা বড্ড প্রয়োজন শ্রীলঙ্কার।