ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বুড়িচংয়ে আইনশৃঙ্খলা কমিটির সভায় সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা ইউএনও’র! Logo ইবি উপাচার্যকে ১০লাখ ঘুষ প্রস্তাব এক তরুনীর! Logo মামলায় জর্জরিত কুলাউড়ার ছাত্রদল নেতা মিতুল পালিয়ে আছেন প্রবাসে Logo ২৫ মার্চ গণহত্যা দিবসে মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শাবি ছাত্রলীগের কার্যক্রম শুরু Logo থিয়েটার কুবির ইফতার মাহফিল Logo রাজধানীর শান্তিনগর বাজার নিয়ে শত কোটি টাকার লুটপাট Logo ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমানের মৃত্যুতে শাবি শিক্ষক সমিতির শোক Logo ঢাবি শিক্ষক ড. জিয়া রহমানের মৃত্যুতে শাবি উপাচার্যের শোক প্রকাশ Logo ময়মনসিংহ স্টুডেন্টস এসোসিয়েশনের নতুন সভাপতি সজীব, সম্পাদক আশিক Logo পুরান ঢাকায় জুতার কারখানার আগুন




নির্বাচনী প্রচারণায় প্রধানমন্ত্রীর সঙ্গী হলেন রিয়াজ ও ফেরদৌস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৩:০৩ অপরাহ্ন, বুধবার, ১২ ডিসেম্বর ২০১৮ ১২৫ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে নেমেছেন নির্বাচনী প্রচারণায়। আজ বুধবার (১২ ডিসেম্বর) তিনি যাচ্ছেন তার জন্মস্থান গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায়। সেখানে দুই দিনের সফরে বেশ কিছু জনসভায় অংশ নেবেন তিনি।

তার এই প্রচারণায় অংশ নেবেন ঢাকাই সিনেমার জনপ্রিয় দুই নায়ক রিয়াজ ও ফেরদৌস। দুজনই প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন।

টুঙ্গীপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মাধ্যমে প্রচারণা শুরু করবেন প্রধানমন্ত্রী। এরপর বেশ কিছু সভা অনুষ্ঠিত হবে। স্থানীয় আওয়ামী লীগ ও মহাজোটের সকল নেতাকর্মীরা সেখানে উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রী সাধারণ মানুষদের সঙ্গে মতবিনিময় করবেন। নৌকার জন্য ভোট চাইবেন।

চিত্রনায়ক রিয়াজ জাগো নিউজকে আজ দুপুর ১২টায় জানান, আগামীকাল বৃহস্পতিবার আরও কিছু সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। সবগুলোতেই রিয়াজ ও ফেরদৌস থাকবেন।

রিয়াজ বলেন, ‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নয়নের যে ট্রেন ছুটছে সেটাকে অব্যাহত রাখতে হবে। সেই মিশন নিয়েই কাজ করছেন উন্নয়নে বিশ্বাস রাখা দেশের প্রতিটি মানুষ। আমিও তাদের একজন হতে পেরে আনন্দিত।

নিজের নির্বাচনী প্রচারণায় যুক্ত করে প্রধানমন্ত্রী আমার ও ফেরদৌসের উপর যে আস্থা দেখিয়েছেন তা সংস্কৃতি জগতের জন্য ইতিবাচক বলেই মনে করি। বিগত দশ বছরে যে সরকার, যে মানুষটি শিল্পীদের জন্য অনেক কিছু করেছেন সেই সরকার ও সেই মানুষের জন্য আমরা কিছু করতে পারার সুযোগ পেয়েছি বলে নিজেকে ধন্য মনে করছি।’

জাগো নিউজকে এ বিষয়ে চিত্রনায়ক ফেরদৌস বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পেরে ভালো লাগছে। আমি ও রিয়াজ ভাই আছি। আগামীকাল পর্যন্ত চলবে প্রচারণা। প্রথমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবো। এরপর দুদিনের মিটিং-মিছিল শেষ করে আগামীকাল ঢাকায় ফিরবো আমরা।’

প্রসঙ্গত, এর আগে গত সেপ্টেম্বরে জাতিসংঘের ৭২’তম অধিবেশনে যোগ দিতে আমেরিকায় যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেসময় তার সফরসঙ্গী হিসেবে ছিলেন রিয়াজ ও ফেরদৌস।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :




নির্বাচনী প্রচারণায় প্রধানমন্ত্রীর সঙ্গী হলেন রিয়াজ ও ফেরদৌস

আপডেট সময় : ০১:৫৩:০৩ অপরাহ্ন, বুধবার, ১২ ডিসেম্বর ২০১৮

বিনোদন ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে নেমেছেন নির্বাচনী প্রচারণায়। আজ বুধবার (১২ ডিসেম্বর) তিনি যাচ্ছেন তার জন্মস্থান গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায়। সেখানে দুই দিনের সফরে বেশ কিছু জনসভায় অংশ নেবেন তিনি।

তার এই প্রচারণায় অংশ নেবেন ঢাকাই সিনেমার জনপ্রিয় দুই নায়ক রিয়াজ ও ফেরদৌস। দুজনই প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন।

টুঙ্গীপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মাধ্যমে প্রচারণা শুরু করবেন প্রধানমন্ত্রী। এরপর বেশ কিছু সভা অনুষ্ঠিত হবে। স্থানীয় আওয়ামী লীগ ও মহাজোটের সকল নেতাকর্মীরা সেখানে উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রী সাধারণ মানুষদের সঙ্গে মতবিনিময় করবেন। নৌকার জন্য ভোট চাইবেন।

চিত্রনায়ক রিয়াজ জাগো নিউজকে আজ দুপুর ১২টায় জানান, আগামীকাল বৃহস্পতিবার আরও কিছু সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। সবগুলোতেই রিয়াজ ও ফেরদৌস থাকবেন।

রিয়াজ বলেন, ‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নয়নের যে ট্রেন ছুটছে সেটাকে অব্যাহত রাখতে হবে। সেই মিশন নিয়েই কাজ করছেন উন্নয়নে বিশ্বাস রাখা দেশের প্রতিটি মানুষ। আমিও তাদের একজন হতে পেরে আনন্দিত।

নিজের নির্বাচনী প্রচারণায় যুক্ত করে প্রধানমন্ত্রী আমার ও ফেরদৌসের উপর যে আস্থা দেখিয়েছেন তা সংস্কৃতি জগতের জন্য ইতিবাচক বলেই মনে করি। বিগত দশ বছরে যে সরকার, যে মানুষটি শিল্পীদের জন্য অনেক কিছু করেছেন সেই সরকার ও সেই মানুষের জন্য আমরা কিছু করতে পারার সুযোগ পেয়েছি বলে নিজেকে ধন্য মনে করছি।’

জাগো নিউজকে এ বিষয়ে চিত্রনায়ক ফেরদৌস বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পেরে ভালো লাগছে। আমি ও রিয়াজ ভাই আছি। আগামীকাল পর্যন্ত চলবে প্রচারণা। প্রথমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবো। এরপর দুদিনের মিটিং-মিছিল শেষ করে আগামীকাল ঢাকায় ফিরবো আমরা।’

প্রসঙ্গত, এর আগে গত সেপ্টেম্বরে জাতিসংঘের ৭২’তম অধিবেশনে যোগ দিতে আমেরিকায় যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেসময় তার সফরসঙ্গী হিসেবে ছিলেন রিয়াজ ও ফেরদৌস।