দৈনিক সংগ্রাম পত্রিকায় সাংবাদিক নিয়োগে ভূয়া বিজ্ঞপ্তি!
- আপডেট সময় : ১১:৩০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০১৯ ১৩৭ বার পড়া হয়েছে
মোঃ রিয়াজুল ইসলাম;
ফেসবুকে সাংবাদিক নিয়োগের নামে প্রতারনা করছে “সাংবাদিক-নির্বাহী সম্পাদক” নামের এক ফেসবুক আইডির এডমিন।
ফেসবুকে দেখা গেছে, বহুল প্রচারিত ৪৬ বছরের জাতীয় পত্রিকা দৈনিক সংগ্রাম এ সাংবাদিক নিয়োগ দেয়া হবে মর্মে নিয়োগ বিজ্ঞপ্তি দিলে কমেন্টস অথবা ইনবক্সে যোগাযোগ করলে সিভি পাঠাতে বলে।
সিভি পাঠানোর পরে ৭ দিনের মধ্যে কার্ড এবং নিয়োগ পত্র প্রদান করা হবে ও জেলা প্রতিনিধিদের একটা ক্যামেরা দেয়া হবে প্রলোভন দিয়ে 01715546312 নাম্বারে বিকাশে ফি বাবদ ৫৫০/- টাকা পাঠাতে বলে।
এডমিনের আইডি পর্যালোচনা করে দেখা গেছে, সাংবাদিক-নির্বাহী সম্পাদক আইডিটি গত ৩ রা জুন খুলে। এররপর দৈনিক সংগ্রাম ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ওয়েব ব্রাইজ করে কিছু নিউজ শেয়ার দেয়। ফেসবুক বন্ধুদের বোকা বানানোর জন্য প্রতিনিয়তই এ দুটি ওয়েব থেকে নিউজ শেয়ার দিয়ে আসছে যাতে৷ কেহ দেখলে মনে করবে যে এই আইডির মালিক
একজন বড় পত্রিকার সাংবাদিক। পূর্ব পরিকল্পনা অনুযায়ী সেই দূর্বলতার সুযোগ নিয়ে কয়েকদিন পর পর ফেসবুকে দৈনিক সংগ্রাম পত্রিকার সংবাদ প্রতিনিধি নিয়োগ দেয়া হবে মর্মে নিয়োগ বুজ্ঞপ্তি প্রচার করে। যিনি তার প্রমানার্থে তার ফেসবুক প্রোফাইলে দৈনিক সংগ্রাম ও দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার লোগোসহ তার পদবি এড করছে।
এ ব্যাপারে দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমাদের অনেক পুরনো পত্রিকা তাছাড়া কোথাও কোন পোষ্ট খালি নেই সুতরাং ফেসবুকে নিয়োগ দেয়ার কোন প্রশ্নই আসেনা। তবে পত্রিকার নামে নিয়োগ বিজ্ঞপ্তির নামে কেহ প্রতারনা করলে প্রমান সাপেক্ষে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিব। পরবর্তীতে দৈনিক সংগ্রাম পত্রিকা কর্তৃপক্ষ হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।