ফেনীর ৬ পুলিশ কর্মকর্তার বদলি

- আপডেট সময় : ০২:৪০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০১৯ ১৪৭ বার পড়া হয়েছে

সোনাগাজী (ফেনী) প্রতিনিধিঃ
ফেনী মডেল থানার ওসি আবুল কালাম আজাদসহ ৬ পুলিশ কর্মকর্তাকে একইদিনে বদলি করা হয়েছে। ৬ পুলিশ কর্মকর্তার বদলির আদেশটি পুলিশ সদর দফতর থেকে রোববার ফেনীর পুলিশ সুপার কার্যালয়ে পৌঁছেছে।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, ফেনী মডেল থানার ওসি আবুল কালাম আজাদকে শিল্প পুলিশে, ডিবির ওসি রাশেদ খান চৌধুরী ও সোনাগাজী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেনকে এপিবিএনে বদলি করা হয়। এছাড়া ডিআইওয়ান মো. শাহীনুজ্জামানকে ট্যুরিস্ট পুলিশ, ফুলগাজী থানার পরিদর্শক (তদন্ত) পান্না লাল বডুয়া, ডিএসবিতে কর্মরত ইন্সপেক্টর মো. শাহজাহান মিয়াকে ঢাকা পুলিশ সদর দফতরে বদলি করা হয়।
মো. কামাল হোসেন ২০১৮ সালের ১৮ অক্টোবর সোনাগাজী থানায় পরিদর্শক (তদন্ত) হিসাবে যোগদান করেন। দাগনভূঞা থানা থেকে ২০১৮ সালের ২৩ সেপ্টেম্বর আবুল কালাম আজাদ ফেনী মডেল থানায় যোগদান করেন। তিনি মো. রাশেদ খান চৌধুরীর স্থলাভিষিক্ত হন।
রাশেদ খান চৌধুরী ছাগলনাইয়া থানা থেকে ২০১৬ সালের ৫ ডিসেম্বর ফেনী মডেল থানায় যোগদান করেন। আবুল কালাম আজাদকে দায়িত্ব বুঝে দিয়ে তিনি গোয়েন্দা পুলিশের ওসি হিসাবে যোগ দেন। ইতিপূর্বে তাকে নোয়াখালী বদলি করা হয়।