ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ইবি উপাচার্যকে ১০লাখ ঘুষ প্রস্তাব এক তরুনীর! Logo মামলায় জর্জরিত কুলাউড়ার ছাত্রদল নেতা মিতুল পালিয়ে আছেন প্রবাসে Logo ২৫ মার্চ গণহত্যা দিবসে মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শাবি ছাত্রলীগের কার্যক্রম শুরু Logo থিয়েটার কুবির ইফতার মাহফিল Logo রাজধানীর শান্তিনগর বাজার নিয়ে শত কোটি টাকার লুটপাট Logo ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমানের মৃত্যুতে শাবি শিক্ষক সমিতির শোক Logo ঢাবি শিক্ষক ড. জিয়া রহমানের মৃত্যুতে শাবি উপাচার্যের শোক প্রকাশ Logo ময়মনসিংহ স্টুডেন্টস এসোসিয়েশনের নতুন সভাপতি সজীব, সম্পাদক আশিক Logo পুরান ঢাকায় জুতার কারখানার আগুন Logo রাশিয়ায় কনসার্ট হলে বন্দুক হামলার নিহত ৬০, দায় স্বীকার আইএসের




বৃদ্ধা মায়ের গলায় ফাঁস লাগিয়ে টানাহেঁচড়া করল ছেলে!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ২২ জুন ২০১৯ ৫৬ বার পড়া হয়েছে

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি;
নড়াইলের লোহাগড়ায় নিজের গর্ভধারিনী বৃদ্ধা মাকে গলায় ফাঁস দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে এক ছেলের বিরুদ্ধে, আহত ওই বৃদ্ধা মাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার তালবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্র জানায়, উপজেলার দিঘলিয়া ইউনিয়নের তালবাড়ীয়া গ্রামের বৃদ্ধ ছানোয়ার শেখ ও স্ত্রী মোহিতন বেগমের ৯ ছেলে-মেয়ে। এর মধ্যে সাত মেয়ে ও দুই ছেলে সবাই বিবাহিত। ছেলেদের সংসারে বাবা-মা বসবাস করে আসছেন।

বাবা দীর্ঘদিন ধরে প্যারালাইসিসে আক্রান্ত হয়ে শয্যাশায়ী। আর বয়সের ভারে মা তেমন একটা চলাফেরা করতে পারেন না। এ সুযোগে দুই ছেলে শওকত শেখ ও বুলু শেখ বোনদের ফাঁকি দিয়ে বাবার কাছ থেকে প্রায় ৮ একর সম্পত্তিসহ বাড়ি লিখে নিয়েছে।

বড় ছেলে বাড়ি ছেড়ে অন্যত্র বাসা ভাড়া করে বসবাস করে, মাঝে মধ্যে বাড়িতে এলেও মা-বাবার খোঁজ নেন না। তাই বর্তমানে ছোট ছেলের সঙ্গে ওই বৃদ্ধ বাবা-মাকে থাকতে হয়। সম্পত্তি লিখে দেয়ার পর থেকে অসুস্থ বাবা-মায়ের আর চিকিৎসা জোটে না। কোনো রকম দু’বেলা দু’মুঠো খেয়ে বেঁচে আছেন তারা।

শনিবার দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন মা মোহিতন বেগম (৭০) যুগান্তরকে বলেন, জমি লিখে নেয়ার পর ছেলেরা আমাদের ঠিকমতো ওষুধ ও খেতে-পরতে দেয় না। এ নিয়ে প্রায় দুই ছেলে ও তাদের বউয়ের সঙ্গে কথা কাটাকাটি হয়। এসব নিয়ে আমার মেয়েদের সঙ্গে ঝগড়া হয়।

চিকিৎসাধীন মা মোহিতন বেগম আরও বলেন, বৃহস্পতিবার খাবার না পেয়ে ছোট ছেলে বুলু শেখের সঙ্গে কথা বলতে গেলে সে প্রথমে দুই হাত দিয়ে আমার গলা টিপে ধরে। এ ঘটনায় আমি তার বিরুদ্ধে থানায় মামলা করার ভয় দেখালে সে তখন ওড়না দিয়ে গলা পেঁচিয়ে উঠানজুড়ে টানা হেঁচড়া করে এবং শ্বাসরোধ করে হত্যাচেষ্টা করে। এ সময় আমার চিৎকারে প্রতিবেশীরা এসে উদ্ধার করে এবং মেয়েদের খবর দেয়। মেয়েরা আমাকে নিয়ে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ ব্যাপারে অভিযুক্ত ছেলে বুলু শেখ তার বিরুদ্ধে মায়ের আনা অভিযোগ অস্বীকার করে বলেন, আমি মাকে কোনো প্রকার নির্যাতন করি নাই। উত্তরাধিকার সূত্রে প্রাপ্য সম্পত্তি লিখে নিয়েছি। বোনদের সঙ্গে আমার জমিজমা সংক্রান্ত বিরোধ থাকায় তারা মাকে ফুসলিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে।

এ ব্যাপারে বৃদ্ধা মোহিতন বেগম লোহাগড়া থানায় একটি অভিযোগপত্র দাখিল করেছেন।

লোহাগড়া থানার ওসি মোকাররম হোসেন বলেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :




বৃদ্ধা মায়ের গলায় ফাঁস লাগিয়ে টানাহেঁচড়া করল ছেলে!

আপডেট সময় : ১১:৫৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ২২ জুন ২০১৯

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি;
নড়াইলের লোহাগড়ায় নিজের গর্ভধারিনী বৃদ্ধা মাকে গলায় ফাঁস দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে এক ছেলের বিরুদ্ধে, আহত ওই বৃদ্ধা মাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার তালবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্র জানায়, উপজেলার দিঘলিয়া ইউনিয়নের তালবাড়ীয়া গ্রামের বৃদ্ধ ছানোয়ার শেখ ও স্ত্রী মোহিতন বেগমের ৯ ছেলে-মেয়ে। এর মধ্যে সাত মেয়ে ও দুই ছেলে সবাই বিবাহিত। ছেলেদের সংসারে বাবা-মা বসবাস করে আসছেন।

বাবা দীর্ঘদিন ধরে প্যারালাইসিসে আক্রান্ত হয়ে শয্যাশায়ী। আর বয়সের ভারে মা তেমন একটা চলাফেরা করতে পারেন না। এ সুযোগে দুই ছেলে শওকত শেখ ও বুলু শেখ বোনদের ফাঁকি দিয়ে বাবার কাছ থেকে প্রায় ৮ একর সম্পত্তিসহ বাড়ি লিখে নিয়েছে।

বড় ছেলে বাড়ি ছেড়ে অন্যত্র বাসা ভাড়া করে বসবাস করে, মাঝে মধ্যে বাড়িতে এলেও মা-বাবার খোঁজ নেন না। তাই বর্তমানে ছোট ছেলের সঙ্গে ওই বৃদ্ধ বাবা-মাকে থাকতে হয়। সম্পত্তি লিখে দেয়ার পর থেকে অসুস্থ বাবা-মায়ের আর চিকিৎসা জোটে না। কোনো রকম দু’বেলা দু’মুঠো খেয়ে বেঁচে আছেন তারা।

শনিবার দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন মা মোহিতন বেগম (৭০) যুগান্তরকে বলেন, জমি লিখে নেয়ার পর ছেলেরা আমাদের ঠিকমতো ওষুধ ও খেতে-পরতে দেয় না। এ নিয়ে প্রায় দুই ছেলে ও তাদের বউয়ের সঙ্গে কথা কাটাকাটি হয়। এসব নিয়ে আমার মেয়েদের সঙ্গে ঝগড়া হয়।

চিকিৎসাধীন মা মোহিতন বেগম আরও বলেন, বৃহস্পতিবার খাবার না পেয়ে ছোট ছেলে বুলু শেখের সঙ্গে কথা বলতে গেলে সে প্রথমে দুই হাত দিয়ে আমার গলা টিপে ধরে। এ ঘটনায় আমি তার বিরুদ্ধে থানায় মামলা করার ভয় দেখালে সে তখন ওড়না দিয়ে গলা পেঁচিয়ে উঠানজুড়ে টানা হেঁচড়া করে এবং শ্বাসরোধ করে হত্যাচেষ্টা করে। এ সময় আমার চিৎকারে প্রতিবেশীরা এসে উদ্ধার করে এবং মেয়েদের খবর দেয়। মেয়েরা আমাকে নিয়ে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ ব্যাপারে অভিযুক্ত ছেলে বুলু শেখ তার বিরুদ্ধে মায়ের আনা অভিযোগ অস্বীকার করে বলেন, আমি মাকে কোনো প্রকার নির্যাতন করি নাই। উত্তরাধিকার সূত্রে প্রাপ্য সম্পত্তি লিখে নিয়েছি। বোনদের সঙ্গে আমার জমিজমা সংক্রান্ত বিরোধ থাকায় তারা মাকে ফুসলিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে।

এ ব্যাপারে বৃদ্ধা মোহিতন বেগম লোহাগড়া থানায় একটি অভিযোগপত্র দাখিল করেছেন।

লোহাগড়া থানার ওসি মোকাররম হোসেন বলেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।