জাল টাকা তৈরির যন্ত্রাংশসহ নড়াইলে দুইজন আটক

- আপডেট সময় : ১২:৩৯:২৪ অপরাহ্ন, বুধবার, ১২ ডিসেম্বর ২০১৮ ১৭২ বার পড়া হয়েছে

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে কম্পিউটার, অন্যান্য যন্ত্রাংশ ও ৫২ হাজার জাল টাকাসহ ২ জনকে আটক করেছে ডিবি পুলিশ। বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন এ তথ্য জানান।
এর আগে মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের জুড়ুলিয়া গ্রাম থেকে আব্দুল আলিম ওরফে রনি (৫৫) ও সাজ্জাদ হোসেনকে (২০) আটক করা হয়।
পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ সদর উপজেলার জুড়লিয়া গ্রামের নিজ বাড়ি থেকে আব্দুল আলিম ওরফে রনি (৫৫) ও সাজ্জাদ হোসেনকে (২০) আটক করে। আব্দুল আলিম নিজেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী (বাতিল কৃত) দাবি করছেন এবং নির্বাচনী কাজে এ টাকা ব্যয় করবেন বলেও জানান।
এ সময় তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে জাল টাকা, কম্পিউটার, সিল এবং অন্যান্য যন্ত্রাংশ উদ্ধার করা হয়। এ ঘটনায় সদর থানায় মামলা করা হয়েছে।