জেলা প্রতিনিধি;
জাতীয় পার্টির সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগে আদালতে মামলা হয়েছে। মঙ্গলবার সকালে পটুয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন আদালতে নাজরিন আক্তার স্বর্ণা নামে এক নারী বাদী হয়ে এ মামলা করেছেন।
পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক নিতাই চন্দ্রের আদালতে মামলাটি করা হয়। তবে আদালত মামলাটি গ্রহণ করলে এখনও কোনো আদেশ দেননি।
উল্লেখ্য, ১০ম জাতীয় সংসদে এবিএম রুহুল আমিন হাওলাদার পটুয়াখালী ১ আসনের সংসদ সদস্য ছিলেন। এ ছাড়া তিনি কুয়াকাটায় হোটেল মোটেল ব্যবসা পরিচালনা করছেন।