বিনোদন ডেস্ক;
কণ্ঠশিল্পী নচিকেতা চক্রবর্তীর চিত্রনাট্যে কলকাতার ছবিতে কাজ করেছেন ঢাকাই ছবির ‘বিউটি কুইন’ অপু বিশ্বাস। যিনি মিষ্টি হাসি আর সাবলিল অভিনয় দিয়ে বাংলা চলচ্চিত্রের দর্শকদের হৃদয়ে ধারণ হয়ে আছেন। সংসার, ক্যারিয়ারসহ নানা জটিলতার কারণে বেশ কিছু দিন চলচ্চিত্র থেকে দূরে এই নায়িকা। তার অভিনীত সর্বশেষ ২০১৭ সালে মুক্তি পায় ‘রাজনীতি’ ছবিটি। এরপর তাকে আর কোন চলচ্চিত্রে দেখা যায় নি। তবে কয়েকটি ছবিতে যুক্ত হলেও সেগুলো এখনো নির্মাণাধীন। এরমধ্যে তাজা খবর হচ্ছে অর্ধযুগ আগে সাইন করা জাকির হোসেন রাজুর ‘মনের মত মানুষ পাইলাম না’ ছবি থেকেও বাদ পড়েছেন। ঐ ছবিতে তার বদলে ইন করেছেন বুবলী। কিছুটা ধাক্কা খেলেও সব কিছু ছাপিয়ে আবারো নতুন উদ্যোমে কাজে ফিরে এসেছেন তিনি।
ঢালিউড পেরিয়ে অপু বিশ্বাস এখন কলকাতা মুখি। কিছুদিন আগে সেখানে অভিনয় করেছেন সুবীর মন্ডল পরিচালিত ‘শটকার্ট’ ছবিতে। কণ্ঠশিল্পী নচিকেতা চক্রবর্তীর চিত্রনাট্যে এই ছবিতে অপুর নায়ক পরমব্রত চট্টোপাধ্যায় ও গৌরব চক্রবর্তী। নতুন খবর হলো ‘শটকার্ট’ ছবিটি মুক্তির আগেই কলকাতায় আরো একটি নতুন ছবিতে অভিনয় করতে যাচ্ছেন অপু। গতকাল শনিবার ছবিটিতে চুক্তিবদ্ধ হওয়ার জন্য ভারতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। তার সঙ্গে রয়েছেন অভিনয়শিল্পী ও কোরিওগ্রাফার গৌতম সাহা। তিনিও ছবিতে অভিনয় করবেন। যাওয়ার আগে তিনি গণমাধ্যমকে বলেন, একটা ভালো প্রজেক্ট। গল্প ও চরিত্রটা ভালো লেগেছে। সেজন্য কাজটি করতে রাজি হয়েছি। বেশ কিছু চমক থাকবে ছবিতে। উল্লেখ্য আগামী ১৭ জুন ঢাকায় ফিরবেন অপু বিশ্বাস। এদিকে অপু বিশ্বাস অভিনীত দেবাশীষ বিশ্বাসের পরিচালনায় ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’ ছবিটি মুক্তি অপেক্ষায় আছে। ছবিতে অপু বিশ্বাস নায়ক বাপ্পি চৌধুরীর সাথে জুটি বেঁধেছেন।