নিজস্ব প্রতিবেদক;
রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সিএনজি অটোরিকশা ছিনতাইকারী চক্রের সক্রিয় ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল রবিবার দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে দুপুরে কারওয়ান বাজারে অবস্থিত র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হয়।
র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান জানান, সিএনজি ছিনতাইয়ের একাধিক অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে র্যাব-৪ এর একটি দল। তদন্ত শেষে গত রাতে সিএনজি ছিনতাই চক্রের সক্রিয় ৬ সদস্যকে গ্রেফতার করে এবং একটি চোরাই সিএনজি উদ্ধার করা হয়।