রাজধানীর বস্তিতে বসবাস সাড়ে ৬ লাখ মানুষের
- আপডেট সময় : ১০:৩১:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৬ জুন ২০১৯ ৮০ বার পড়া হয়েছে
সকালের সংবাদ রিপোর্ট;
স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, রাজধানীর বস্তিতে সাড়ে ৬ লাখ মানুষ বসবাস করেন। এর মধ্যে আদাবর থানায় সবচেয়ে বেশি (৪৭২ টি) বস্তি রয়েছে। সবচেয়ে কম বস্তি আছে মতিঝিল থানায় (চারটি)।
রোববার জাতীয় সংসদে হাজী মো. সেলিমের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
মন্ত্রী জানান, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো পরিচালিত ‘বস্তি শুমারি ও ভাসমান লোকগণনা জরিপ’ ২০১৪ অনুযায়ী ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মোট বস্তির সংখ্যা এক হাজার ৬৩৯টি।
মোট খানা এক লাখ ৩৫ হাজার ৩৪০টি এবং এসব বস্তিতে মোট চার লাখ ৯৯ হাজার ১৯ জন মানুষ বসবাস করেন।
অপরদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এক হাজার ৭৫৫টিতে মোট খানার সংখ্যা ৪০ হাজার ৫৯১টি এবং জনসংখ্যা এক লাখ ৪৭ হাজার ৫৬ জন।
মন্ত্রীর তথ্য অনুযায়ী, দুই সিটির মোট বস্তির সংখ্যা তিন হাজার ৩৯৪টি, যেখানে মোট ছয় লাখ ৪৬ হাজার ৭৫ জন মানুষ বসবাস করেন।
মন্ত্রী জানান, বস্তিবাসীদের জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন কর্মসূচি অব্যাহত রয়েছে। দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা দেয়ার লক্ষ্যে প্রকল্প চলমান রয়েছে। উত্তর সিটির বস্তির দরিদ্র জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে ইউএনডিপি ও ইউকেএআইডি -এর আর্থিক সহায়তায় ‘প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন’ প্রকল্পের কার্যক্রম শুরু হয়েছে।