সকালের সংবাদ ডেস্ক;
ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র দুই থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে।
বদলিকৃত কর্মকর্তাগণ হলেন, যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক কাজী ওয়াজেদ আলীকে অফিসার ইনচার্জ সূত্রাপুর থানা ও তেজগাঁও থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ মাজহারুল ইসলাম, পিপিএম (বার) কে অফিসার ইনচার্জ যাত্রাবাড়ী থানায় বদলি করা হয়েছে।
১৫ জুন, ২০১৯ ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া বিপিএম (বার), পিপিএম স্বাক্ষরিত এক অফিস আদেশে এই বদলি করা হয়।
উল্লেখ্য, গত ১২ জুন, ২০১৯ তারিখে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ মাজহারুল ইসলামকে অফিসার ইনচার্জ, সূত্রাপুর থানা হিসেবে বদলি করা হয়েছিল। তার উক্ত বদলির আদেশটি বাতিল করা হয়েছে।