নিজস্ব প্রতিবেদকঃ আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। দিবসটি যথাযথ মর্যাদার সঙ্গে পালনের লক্ষে সব প্রস্তুতি সরেজমিনে দেখতে মিরপুরে অবস্থিত শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ পরিদর্শন করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ভারপ্রাপ্ত মেয়র মো. জামাল মোস্তফা।
মঙ্গলবার দুপুরে মিরপুরে তিনি এ পরিদর্শনে যান। পরিদর্শন শেষে ভারপ্রাপ্ত মেয়র জামাল মোস্তফা প্রস্তুতি সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন। পরিদর্শনের সময় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মেসবাহুল ইসলাম, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা গুল্লাল সিংহ প্রমুখ উপস্থিত ছিলেন।