সংবাদ শিরোনাম :
১০ হাজার ইয়াবাসহ এক পুলিশ সদস্য আটক

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:৫০:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৫ জুন ২০১৯ ৭৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম;
বন্দর নগরী চট্টগ্রামে ১০ হাজার ইয়াবাসহ এক পুলিশ সদস্যকে আটক করা হয়েছে। শুক্রবার (১৪ জুন) রাতে নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ সিজিএস কলোনি এলাকা থেকে তাকে আটক করা হয়।
নগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট এবং র্যাব যৌথভাবে ইয়াবা উদ্ধারে এ অভিযান চালায়। অভিযানে আটক সিদ্দিকুর রহমান নগর পুলিশের বন্দর জোনে টাউন সাব ইন্সপেক্টর (এটিএসআই) হিসেবে কর্মরত বলে জানা গেছে।
কাউন্টার টেরোরিজম ইউনিটের উপ-কমিশনার মো. শহীদুল্লাহ সাংবাদিকদের বলেন, সিদ্দিকুর মোটরসাইকেল যোগে ১০ হাজার ইয়াবা নিয়ে সিজিএস কলোনির বাসায় যাচ্ছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয় এবং ১০ হাজার ইয়াবা জব্দ করা হয়।