জেলা প্রতিনিধি;
রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে পক্ষপাতমূলক আচরণের অভিযোগে কালুখালী থানা পুলিশের ওসি এসএম আবু ফরহাদ ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মো. কামাল হোসেন ভুইয়াকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার বিকেলে জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে দুইজন চেয়ারম্যান প্রার্থীর অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশন তাদেরকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার ফজলুল করিম জানান, দুই ওসিকে প্রত্যাহার করে পুলিশ লাইনে আনা হয়েছে।