ফুটবল বিশ্বকাপে ঠাই পাওয়ার দৌরে বাংলাদেশ
- আপডেট সময় : ১০:১৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০১৯ ১২৫ বার পড়া হয়েছে
বিশেষ সংবাদদাতা;
লাওসের বিরুদ্ধে হোম ম্যাচ ড্র করে কাতার-২০২২ বাছাইয়ের দ্বিতীয় পর্বে উঠেছে বাংলাদেশ। বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দুই দলের ফিরতি ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।
অ্যাওয়ে ম্যাচে বাংলাদেশ জিতেছিল ১-০ গোলে। ফলে দুই লেগ মিলিয়ে বাংলাদেশ ১-০ ব্যবধানে জিতে উঠে গেলো দ্বিতীয় বা গ্রুপ পর্বে।
এই ম্যাচে ড্র করলেই যে দ্বিতীয়পর্বে উঠা যাবে, সেটা জানাই ছিল। বাংলাদেশ তাই বাড়তি ঝুঁকি নিতে চায়নি। তবে ম্যাচে বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছিল লাল সবুজ জার্সিধারীরা। সেগুলো কাজে লাগানো যায়নি।
লাওসকেও চড়ে বসতে দেয়নি বাংলাদেশ। গোলশূন্য ড্রয়ের পর হতাশ বদনে মাঠ ছেড়েছেন লাওসের খেলোয়াড়রা। আর বাংলাদেশ মেতেছে জয়ের সমান উচ্ছ্বাসে।
বাংলাদেশ একাদশ
আশরাফুল ইসলাম রানা, রহমত মিয়া, ইয়াসিন খান, টুটুল হোসেন বাদশা, জামাল ভূঁইয়া, মামুনুল ইসলাম, নাবিব নেওয়াজ জীবন, বিশ্বনাথ ঘোষ, মাসুক মিয়া জনি (সুফিল), বিপলু আহমেদ (ইব্রাহিম) ও রবিউল হাসান (সোহেল রানা)।