দ্রুত উইকেট হারিয়ে কাঁপছে পাকিস্তান

- আপডেট সময় : ০৫:০৬:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০১৯ ১৬৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক;
ট্রেন্ট ব্রিজের নিঁখাদ ব্যাটিং উইকেটে টস হেরে ব্যাটিং পেয়েছে পাকিস্তান। পিচ রিপোর্ট অনুযায়ী, চারশ’ রানের উইকেট। সেই রান তাড়া করে জেতাও নাকি সম্ভব! পাকিস্তানের মাথায় হয়তো তাই দ্রুত রান তোলার চাপ ছিল। দ্রুত রান তুলতে গিয়ে টপাটপ উইকেট হারিয়েছে তারা।
সর্বশেষ খবর পর্যন্ত পাকিস্তান ১৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ৭০ রান তুলেছে। দলের ১৭ রানে ওপেনার ইমাম-উল হক আউট হন। ওপেনার ফখর জামান ১৬ বলে ২২ রান করে আউট হন দলের ৩৫ রানে। এরপর বাবার আযম ও হারিস সোহেলও আউট হন। ক্রিজে আছেন দুই অভিজ্ঞ ক্রিকেটার মোহাম্মদ হাফিজ ও অধিনায়ক সরফরাজ আহমেদ।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে শেলডম কটরেল প্রথম উইকেট নেন। পরের দুই উইকেট তুলে নেন আন্দ্রে রাসেল। পাকিস্তান শিবিরে চতুর্থ আঘাত হানেন ওসানে থমাস।
পাকিস্তান দলে নেই অভিজ্ঞ শোয়েব মালিক। জায়গা হয়নি দুই তরুণ পেসার শাহিন আফ্রিদি এবং মোহাম্মদ হাসনাইনের। ইমাদ ওয়াসিম আছেন একাদশে। নেই আসিল আলি। উইন্ডিজ একাদশে জায়গা হয়নি এভিন লুইসের। পেস অলরাউন্ডার সমৃদ্ধ একাদশ নিয়ে নেমেছে তারা। দুই দলের শেষের শক্তি গড়ে দিতে পারে পার্থক্য।
পাকিস্তান একাদশ: ইমাম উল হক, ফখর জামান, বাবর আজম, হারিস সোহেল, মোহাম্মদ হাফিজ, সরফরাজ আহমেদ, ইমাদ ওয়াসিম, শাদাব খান, মোহাম্মদ আমির, হাসান আলি ও ওয়াহাব রিয়াজ।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ক্রিস গেইল, শাই হোপ, ড্যারেন ব্রাভো, সিমরন হেটমেয়ার, নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল, জেসন হোল্ডার, কার্লোস ব্রাথওয়েট, অ্যাশলে নার্স, শেলডন কটরেল ও ওসানে থমাস।